Top
সর্বশেষ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সেলে ঢাকা কলেজের ৪ শিক্ষার্থী

০৭ জানুয়ারি, ২০২৫ ১:২২ অপরাহ্ণ
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সেলে ঢাকা কলেজের ৪ শিক্ষার্থী
ঢাকা কলেজ প্রতিনিধি :

নতুন ১৫ জন সদস্য নিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সেলের কমিটি ঘোষণা করা হয়েছে। এতে পদ পেয়েছেন ঢাকা কলেজের চার শিক্ষার্থী।

মঙ্গলবার (৭জানুয়ারি )  বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এই কমিটিতে ঢাকা কলেজের পদপ্রাপ্ত শিক্ষার্থীরা হলেন, কেন্দ্রীয় সেল সম্পাদক মুঈনুল ইসলাম (বাংলা বিভাগ ২০-২১সেশন) এবং কেন্দ্রীয় সেল সদস্য রাকিবুল হাসান রাজ (ব্যবস্থাপনা বিভাগ ১৯-২০সেশন), মোঃ ইসমাইল

(পরিসংখ্যান বিভাগ ২০-২১সেশন), মো. জুবায়ের হোসেন (ইতিহাস বিভাগ ২১-২২সেশন)

কমিটিতে ১৫ জন ছাড়াও পদাধিকারবলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সেল সম্পাদক  এই কমিটির সদস্য থাকবেন।

কেন্দ্রীয় কমিটিতে জায়গা পাওয়া বাকি সদস্যরা হলেন,

মোফাজ্জাল হোসাইন সাদাত, রাকিব হাসান রাজ, মাসুদুর রহমান আদনান, ফারিয়া বিনতে রহমান, সুলতানা খাতুনে জান্নাত, আতিক শাহরিয়ার, নাজমুল হাসান, মোঃ আবু হাসনাত, মায়িদা ইকবাল শর্মী, আলাউদ্দীন মিনহাজ, ইসরাত জাহান নিহা, মোঃ ইসমাইল, আব্দুল্লাহ আল মাহাথির, মো. জুবায়ের হোসেন, জাওয়াদ আহমাদ।

এনজে

শেয়ার