Top
সর্বশেষ
পুঁজিবাজারের অনিয়ম অনুসন্ধানে ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি গঠনের দাবি আকুর বিল পরিশোধের পর কমেছে রিজার্ভ ‘আর মাত্র কিছুদিন! এরপর জনগণ আপনাদের নিশ্চিহ্ন করে দিবে’ গ্যাসের দাম ১৫২ শতাংশ বৃদ্ধির প্রস্তাব: শিল্প-বাণিজ্যে অশনিসংকেত দেখছেন ব্যবসায়ীরা ‘৪৩তম বিসিএসে বাদ পড়াদের বেশিরভাগই চাকরিতে যোগ দিতে পারবেন’ রাশিয়ার সামরিক বিমানঘাঁটির তেলের ডিপোয় ইউক্রেনের হামলা ২২৭৬ নেতাকর্মীকে গুম-খুনের অভিযোগ নিয়ে ট্রাইব্যুনালে বিএনপি মালয়েশিয়ায় ৬৪ বাংলাদেশি অভিবাসী আটক রাষ্ট্রীয় পদমর্যাদা ক্রম ঠিক করতে আপিল বিভাগে আবেদন, শুনানি ১৬ জানুয়ারি ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানলে ৫ জনের মৃত্যু

মাদক মামলায় ২ রোহিঙ্গার যাবজ্জীবন

০৯ জানুয়ারি, ২০২৫ ১০:১৭ পূর্বাহ্ণ
মাদক মামলায় ২ রোহিঙ্গার যাবজ্জীবন
কক্সবাজার প্রতিনিধি :

মাদকদ্রব্য বহনের মামলায় কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালত দুই মায়ানমার নাগরিককে (রোহিঙ্গা) যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন। বুধবার (৮ জানুয়ারি) কক্সবাজার জেলা ও দায়রা জজ মুন্সী আবদুল মজিদ এই রায় প্রদান করেন।

দণ্ডাদেশ প্রাপ্তরা হলেন- মিয়ানমারের মংডু এলাকার সিরাজুল ইসলামের ছেলে জুবাইর ও একই এলাকার আবদুল গণির ছেলে মো. রফিক।

এ বিষয়ে মামলার বিবরণ ও আদালত সূত্রে জানা গেছে, ২০২২ সালের ২ এপ্রিল নাফ নদের জালিয়াদিয়া পয়েন্ট দিয়ে নৌকাযোগে মাদকের চালান নিয়ে বাংলাদেশে প্রবেশকালে বিজিবি সদস্যরা জুবাইর ও মো. রফিককে আটক করে।

পরে তাদের কাছে থাকা বস্তা তল্লাশি করে ১ কেজি ৭০ গ্রাম ক্রিস্টাল মেথ আইস ও ৫৪ হাজার ইয়াবা উদ্ধার করে।

কক্সবাজারের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট সিরাজুল ইসলাম জানান, আসামিদের উপস্থিতিতে এ রায় প্রদান করা হয়েছে। কক্সবাজারের অনেক মাদক মামলা রয়েছে। সেগুলো দ্রুত নিষ্পত্তি করতে আমরা কাজ করছি।

এনজে

শেয়ার