স্বেচ্ছায় রক্তদান সংগঠন ‘বাঁধন’ ঢাকা কলেজ ইউনিটের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি হয়েছেন ঢাকা কলেজের দর্শন বিভাগের শিক্ষার্থী হারুন (শিমুল) এবং সাধারণ সম্পাদক পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী জাহেরুল ইসলাম।
সোমবার (১৩ জানুয়ারি) সকাল ১০ টায় ঢাকা কলেজের গণিত বিভাগের সেমিনার কক্ষে সংগঠনটির বার্ষিক সাধারণ সভা, দায়িত্ব হস্তান্তর এবং নবীন বরণ ২০২৫ অনুষ্ঠানে নতুন এ কার্যকরী পরিষদ ঘোষণা করা হয়।
পরিষদের অন্যান্য সদস্যরা হলেন- জোনাল প্রতিনিধি খালেদ বিন ওয়ালিদ, সহ-সভাপতি শাকিল সরকার ও হাসিব হোসেন, সহ-সাধারণ সম্পাদক রিয়াদ হোসেন , সাংগঠনিক সম্পাদক নাহিদ হাসান , সহ-সাংগঠনিক সম্পাদক আতিকুল ইসলাম, কোষাধ্যক্ষ আব্দুল লতিফ , দপ্তর সম্পাদক সীমান্ত রায় , প্রচার ও প্রকাশনা সম্পাদক সোহাগ রানা, তথ্য ও শিক্ষা সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, নির্বাহী সদস্য সাইদুর রহমান, মুনেম শাহরিয়ার ফেরদৌস, মেহেদি হাসান রাজু,আব্দুল্লাহ আল ফয়সাল, সামিউল হক।
‘অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ২০২৪ সেশনের সভাপতি নাজমুল হোসেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা কলেজের অধ্যক্ষ অধ্যাপক এ কে এম ইলিয়াস । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষক পরিষদ সম্পাদক আ ফ ম রফিকুল আলম, অধ্যাপক পারভীন সুলতানা হায়দার বিভাগীয় প্রধান, অর্থনীতি বিভাগ, অধ্যাপক মো আনোয়ার মাহমুদ ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ , ‘বাঁধন’ ঢাকা কলেজ ইউনিটের শিক্ষক উপদেষ্টা মো: ওবায়দুল করিম ও নাজমুন নাহার মুনমুন ।
নবনিযুক্ত সভাপতি হারুন (শিমুল) বলেন, ডোনারের সাথে রোগীর সংযোগ করে দেওয়াই আমাদের কাজ। আমরা সকলকে সচেতনামূলক রক্ত দানে উদ্বুদ্ধ করি।
তিনি আরও বলেন, আমরা দেশের ক্রান্তি অবস্তায় জনসাধারণের পাশে দাড়ায় এবং প্রয়োজনে অর্থ কালেকশন করে কেন্দ্রীয় কমিটির মাধ্যমে তা দুর্যোগ এলাকায় পৌছে দিই।
এম জি