Top

ফরিদগঞ্জে বিশ্ব যক্ষা দিবস পালিত

২৪ মার্চ, ২০২১ ৮:০৯ অপরাহ্ণ
ফরিদগঞ্জে বিশ্ব যক্ষা দিবস পালিত
ফরিদগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি :

‘মুজিব বর্ষের অঙ্গীকার-যক্ষামুক্ত বাংলাদেশ’ গড়ার এ স্লোগানকে সামনে রেখে ফরিদগঞ্জে বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে বিশ্ব যক্ষা দিবস পালিত হয়েছে।

বুধবার (২৪ মার্চ) উপজেলা স্বাস্থ্য বিভাগ ও ব্র্যাকের আয়োজনে যক্ষা দিবস উপলক্ষে জনসচেতনতা র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভাটি অনুষ্ঠিত হয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে।

এসময় বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আশরাফ আহম্মেদ চৌধুরী, এমওডিসি ডা. সুব্রত কুমার সাহা, যক্ষ্মা ও কুষ্ট রোগ নিয়ন্ত্রক সহকারী মো.বিল্লাল হোসেন পাটোয়ারী, ব্র্যাকের পিও মো.নয়ন কবির প্রমুখ।

এছাড়াও ব্র্যাকের সকল শাখা কার্যালয়ের কর্মী, স্বাস্থ্য কর্মী এবং স্বাস্থ্য সেবিকাগণ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ১৮৮২ সালের এই দিনে ড. রবার্ট কোচ যক্ষা জীবাণু আবিষ্কার এবং এর রোগ নির্ণয় ও নিরাময়ের পথ উন্মোচন করেন। তাকে স্মরণ করেই এই দিনটিতে যক্ষা দিবস পালিত হয়ে আসছে।

শেয়ার