Top

অবৈধ ভাবে মাছ ধরার অভিযোগে সুন্দরবনে ৫ জেলে আটক

২৪ মার্চ, ২০২১ ৮:১৪ অপরাহ্ণ
অবৈধ ভাবে মাছ ধরার অভিযোগে সুন্দরবনে ৫ জেলে আটক
সাতক্ষীরা প্রতিনিধি :

সাতক্ষীরা রেঞ্জ পশ্চিম সুন্দরবনে বিনা অনুমতিতে নদীতে মাছ ধরার সময় ৫ জেলেকে আটক করেছে বনবিভাগ।

বুধবার (২৪ মার্চ) ভোরে গহীন সুন্দরবনে ৫৪ নং কম্পার্টমেন্টের আওতায় মান্দারবাড়িয়া অভয়ারণ্য অঞ্চল থেকে জেলেদের আটক করা হয়।

এসময় জেলেদের ব্যবহৃত ২টি নৌকা ও জালসহ আনুসঙ্গিক মালামাল জব্দ করে আভিযানিক দলটি।

এসময় বনবিভাগের উপস্থিতি টের পেয়ে অপর জেলেরা নৌকা নিয়ে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

এদিকে, আটক জেলেরা হলেন, বাগেরহাট জেলার মংলা থানার উলুবুনিয়া গ্রামের রসুল গাজীর ছেলে ইমরুল গাজী এবং একই এলাকার গোলাপ গাজীর ছেলে ফজলু গাজী, মৃত জলিল গাজীর ছেলে মুস্তাফিজ গাজী, রহমতুল্যাহ শেখের ছেলে মিজান শেখ ও হাবিবুর শেখের ছেলে মোহাম্মাদ আলী শেখ।

সাতক্ষীরা সহকারী বনসংরক্ষক (এসিএফ) এমএ হাসান সত্যতা নিশ্চিত করে বলেন, গোপন সংবাদ পেয়ে পুষ্পকাটি বনস্টেশন অফিসার (এস.ও) ফারুকুল ইসলামের নেতৃত্বে সদস্যরা অভয়ারণ্য অঞ্চল থেকে জেলেদের আটক করে। আটক জেলেদের বন আইনে আদালতে প্রেরণ করা হয়েছে।

শেয়ার