নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে তারুণ্য উৎসবের অংশ হিসেবে ‘এসো দেশ বদলাই,পৃথিবী বদলাই’এ শ্লোগানকে সামনে রেখে মাদারীপুরে মঙ্গলবার (২১ জানুয়ারী) সকালে তরুণদের অংশগ্রহণে ও সহযোগিতায় মাদারীপুর পৌরসভার সার্বিক ব্যবস্থাপনায় পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত হয়েছে।
সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে পরিচ্ছন্নতা অভিযান ও র্যালী উদ্বোধন করেন মাদারীপুরের জেলা প্রশাসক মোছা. ইয়াসমিন আক্তার। র্যালীটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিন করে ইটেরপোল বরিশাল খালের পাশে এসে শেষ হয়।
র্যালী শেষে মাদারীপুর পৌরসভা প্রশাসক মো: হাবিবুল আলম এর নেতৃত্বে ইটেরপোলস্থ বরিশাল খালের পাশের রাস্তা পরিস্কার কার্যক্রম শুরু করেন।
এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মাদারীপুর পৌরসভার পৌর নির্বাহী কর্মকর্তা খোন্দকার আবু আহমেদ ফিরোজ ইলিয়াস, মাদারীপুর পৌরসভার মেডিকেল অফিসার ডা: হরষিত বিশ্বাস প্রমুখ।
এ কার্যক্রমে মাদারীপুর পৌরসভা পরিচ্ছন্ন শাখার কর্মকর্তা-কর্মচারী ও বিডি ক্লিন মাদারীপুরের নেতৃবৃন্দ অংশ নেয়।
এনজে