Top
সর্বশেষ
‘বিএনপি মহাসচিব নিরপেক্ষ সরকারের নামে আরেকটি ১/১১ সরকারের প্রস্তাবনা করছে’ ‘১১৬ অনুচ্ছেদের কারণে বিচারকরা সরকারের কাছে জিম্মি’ গাজায় ধ্বংসস্তূপের নিচ থেকে ১৬২ ফিলিস্তিনির মরদেহ উদ্ধার জুলাই-সেপ্টেম্বর প্রান্তিক: বিদেশি বিনিয়োগ কমে ১১ বছরের মধ্যে সর্বনিম্ন মালয়েশিয়ায় ৭১ বাংলাদেশিসহ ১৭৬ জন গ্রেপ্তার আইকিউএয়ার সূচকে আজ ঢাকার বায়ু ‘খুবই অস্বাস্থ্যকর’ জামায়াত নেতা এটিএম আজহারের রিভিউ শুনানি আজ ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংকের প্রধানের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক পাকিস্তান থেকে খেজুর, কমলাসহ কৃষিপণ্য আমদানিতে বড় সম্ভাবনা ট্রাম্পের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের ২২টি অঙ্গরাজ্যের মামলা

ট্রাম্পের প্রশাসনের সঙ্গে বাংলাদেশ নিয়ে আলোচনা হয়েছে: জয়শঙ্কর

২৩ জানুয়ারি, ২০২৫ ৩:২৩ অপরাহ্ণ
ট্রাম্পের প্রশাসনের সঙ্গে বাংলাদেশ নিয়ে আলোচনা হয়েছে: জয়শঙ্কর
আন্তর্জাতিক ডেস্ক :

ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর ও নতুন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর প্রথম বৈঠকে বাংলাদেশের পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে।

বুধবার (২২ জানুয়ারি) ওয়াশিংটন ডিসিতে দুই পররাষ্ট্রমন্ত্রীর দ্বিপাক্ষিক বৈঠকের পর এক সংবাদ সম্মেলনে জয়শঙ্কর এ কথা জানান।

এক প্রশ্নের জবাবে জয়শঙ্কর বলেন, বাংলাদেশ নিয়ে সংক্ষিপ্ত আলোচনা হয়েছে। তবে তিনি এ বিষয়ে বিস্তারিত জানাতে অস্বীকৃতি জানান।

ভারতের পররাষ্ট্রমন্ত্রী ট্রাম্পের অভিষেক অনুষ্ঠানে অংশ নিতে এবং কোয়াড (অস্ট্রেলিয়া, ভারত, জাপান ও যুক্তরাষ্ট্রের একটি অনানুষ্ঠানিক গ্রুপ) বৈঠকে যোগ দিতে ওয়াশিংটন সফর করছেন। ট্রাম্প প্রশাসন তাদের প্রথম মেয়াদে কোয়াড উদ্যোগ গ্রহণ করেছিল, যা পরবর্তীতে বাইডেন প্রশাসন নেতৃত্ব পর্যায়ে উন্নীত করেছে।

কোয়াড বৈঠকের পাশাপাশি ওইদিন মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইক ওয়াল্টজের সঙ্গেও জয়শঙ্কর দ্বিপাক্ষিক বৈঠক করেছেন। মার্কিন নেতৃত্বাধীন কোয়াড, চার দেশের একটি নিরাপত্তা সংলাপ, যা প্রশান্ত মহাসাগরে চীনের “প্রভাব” মোকাবেলার জন্য গঠিত হয়েছে।

দুই পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক নিয়ে মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক বিবৃতিতে বলা হয়েছে যে, উভয় পক্ষ তাদের অংশীদারিত্ব শক্তিশালী করার প্রতিশ্রুতি ব্যক্ত করেছে। তারা আঞ্চলিক ইস্যু, দ্বিপাক্ষিক সম্পর্ক এবং বিভিন্ন বিষয়ে আলোচনা করেছেন এবং অর্থনৈতিক সম্পর্ক এগিয়ে নেয়ার বিষয়ে একমত হয়েছেন।

দ্য হিন্দুস্তান টাইমস পত্রিকার প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্প প্রশাসন ভারতের সঙ্গে অনিয়মিত অভিবাসন সংক্রান্ত উদ্বেগ মোকাবেলায় কাজ করবে। তারা গুরুত্বপূর্ণ ও নয়া প্রযুক্তি, প্রতিরক্ষা সহযোগিতা, জ্বালানি এবং মুক্ত ও স্বাধীন ইন্দো-প্যাসিফিক অঞ্চল প্রতিষ্ঠার বিষয়ে বিস্তারিত আলোচনা করেছেন।

বিএইচ

শেয়ার