ভারতের বেঙ্গালুরুতে বাংলাদেশি নারীকে ধর্ষণ ও হত্যার প্রতিবাদে এবং গণহত্যাকারী সন্ত্রাসী সংগঠন আওয়ামী লীগের বিচার দাবিতে বাগেরহাটে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৫ জানুয়ারি) সন্ধ্যায় বাগেরহাটের দশানী ট্রাফিক মোড় (আলিফ চত্বর) থেকে শুরু হওয়া এই বিক্ষোভ মিছিল খুলনা-বাগেরহাট মহাসড়ক প্রদক্ষিণ করে সোনাতলা মসজিদ পর্যন্ত গিয়ে আবার দশানী মোড়ে শেষ হয়।
মিছিল শেষে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বাগেরহাট জেলা আহ্বায়ক এস এম সাদ্দাম, বাগেরহাট সদর উপজেলার নাগরিক কমিটির সদস্য শফিউল্লাহ, বাগেরহাট জেলা যুগ্ম সদস্য সচিব শেখ বাদশা, মূখ্য সংগঠক আবদুল্লাহ আল রুম্মান, এবং মুখপাত্র সায়মন জিওন।
এসময় বক্তারা ভারতের বেঙ্গালুরুতে বাংলাদেশি নারীকে ধর্ষণ ও হত্যার ঘটনার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানান। তারা বলেন, যারা এই ঘৃণ্য অপরাধের সঙ্গে জড়িত, তাদের দ্রুত বিচার করে শাস্তি নিশ্চিত করতে হবে।
তারা আরও বলেন, প্রতিবেশী দেশের নাগরিকের নিরাপত্তা দিতে যারা ব্যর্থ, তারা অন্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে নাক গলানোর নৈতিক অধিকার হারিয়েছে। বাংলাদেশের সঙ্গে সম্পর্ক থাকবে সমতা ও ন্যায্যতার ভিত্তিতে। যদি কেউ বাংলাদেশকে নিয়ে ষড়যন্ত্র করে, তবে তাদেরও পরিণতি ভয়াবহ হবে।
বক্তারা শেখ হাসিনা এবং আওয়ামী লীগের বিচার দাবি করেন।
তারা বলেন, জনগণের বিরুদ্ধে অবস্থান নেওয়া কোনো সন্ত্রাসী সংগঠনের স্থান এ দেশে নেই। জনগণের অধিকার প্রতিষ্ঠা করতে তাদের আইনের আওতায় আনতে হবে।
এসময় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এবং সাধারণ ছাত্ররা কর্মসূচিতে অংশ নেন। সমাবেশ শান্তিপূর্ণভাবে শেষ হয়।
বিএইচ