Top
সর্বশেষ

আগৈলঝাড়ায় নছিমন উল্টে নিহত ১ আহত ২

২৭ জানুয়ারি, ২০২৫ ১০:৫৩ পূর্বাহ্ণ
আগৈলঝাড়ায় নছিমন উল্টে নিহত ১ আহত ২
বরিশাল প্রতিনিধি :

আগৈলঝাড়ায় নছিমন উল্টে শ্বশুর নিহত। জামাইসহ দুইজন আহত হয়েছে। গুরুতর আহত দুইজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জানা গেছে, আগৈলঝাড়া উপজেলার রামানন্দের আক গ্রামের অনন্ত বিশ্বাসের ছেলে অশোক বিশ্বাস (৫৫) শুক্রবার রাতে কালকিনি উপজেলা থেকে বাশঁ ক্রয় করে নছিমনে করে আগৈলঝাড়া উপজেলার রামানন্দের আকঁ মাধ্যমিক বিদ্যালয়ের উত্তর পাশের মোর ঘুরতে গিয়ে বাশঁ বোঝাই নছিমন উল্টে পুকুরে পরে যায়। বাশেঁর উপরে বসা অশোক বিশ্বাস বাঁশ নছিমনের নিচে চাপা পরে গুরুতর আহত হয়।

স্থানীয়রা তাকে উদ্ধার করে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় শনিবার সকালে মারা যান। এসময় নছিমনে থাকা অশোক বিশ্বাসের মেয়ের জামাই মিলন ঢালী ও নছিমন চালক ইব্রাহিম মিয়া গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছে।

এনজে

শেয়ার