Top
সর্বশেষ
ভারত, নেপাল ও ভুটানের সঙ্গে যৌথ অর্থনীতি গড়ে তোলার আহ্বান প্রধান উপদেষ্টার বাড়লো স্মারক স্বর্ণ ও রৌপ্যমুদ্রার দাম রেমিট্যান্স জোয়ারে ১৫ দিনে এলো ১৩১ কোটি ডলার ৭৮১ কোটি টাকার অবৈধ সম্পদ, নাসা গ্রুপের নজরুলের বিরুদ্ধে দুদকের মামলা বিএনপির মূল লক্ষ্য দেশের মানুষের ভাগ্য পরিবর্তন করা: তারেক রহমান আগে জাতীয় পরে স্থানীয় নির্বাচনের কথা বলেছি: মির্জা ফখরুল অপারেশন ডেভিল হান্টে গ্রেফতার আরও ৪৭৭ মুক্তিযুদ্ধের বিরোধিতাকারীরাই আগে স্থানীয় নির্বাচন চাচ্ছে: দুদু দশ হাজার কর্মী ছাঁটাই করলেন ট্রাম্প ও মাস্ক ঐকমত্য কমিশনের প্রথম বৈঠকে থাকছেন নাগরিক কমিটির ৪ নেতা

কর্ণফুলী ইন্স্যুরেন্সের বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

২৭ জানুয়ারি, ২০২৫ ৯:১৪ অপরাহ্ণ
কর্ণফুলী ইন্স্যুরেন্সের বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক :

কর্ণফুলী ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেড-এর ৩৯তম “বার্ষিক সম্মেলন-২০২৫” অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৫ জানুয়ারি) এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সম্মেলনে কোম্পানীর মূখ্য নির্বাহী কর্মকর্তা এ. এন. এম. ফজলুল করিম মুন্সীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানীর চেয়ারম্যান নিজাম উদ্দিন আহমেদ। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানির ভাইস চেয়ারম্যান নাসির উদ্দিন আহমেদ।

এসময় কোম্পানীর চেয়ারম্যান নিজাম উদ্দিন আহমেদ সকলকে বীমা বিধি তথা বীমার সঠিক নিয়মনীতি অনুসরণপূর্বক বীমা প্রিমিয়াম আহরণ করে কোম্পানীকে একটি আদর্শ প্রতিষ্ঠান হিসাবে গড়ে তোলার আহবান জানান।

এছাড়া ২০২৪ সালে কোম্পানীর বার্ষিক লক্ষ্য মাত্রা অর্জিত হওয়ায় এবং ২০২৩ সালের তুলনায় প্রিমিয়াম আয় বৃদ্ধি পাওয়ায় সন্তোষ প্রকাশ করে কর্মকর্তা/কর্মচারীদের ধন্যবাদ জ্ঞাপন করেন তিনি।

কোম্পানিটির ভাইস চেয়ারম্যান নাসির উদ্দিন আহমেদ বীমা দাবি দ্রুত পরিশোধ করে বীমাকারীদের বীমার সুফল প্রাপ্তিতে বিশেষ দৃষ্টি দেওয়ার পরামর্শ প্রদান করেন।

কোম্পানীর মূখ্য নির্বাহী কর্মকর্তা এ.এন.এম.ফজলুল করিম মুন্সী ভবিষ্যতে প্রিমিয়াম আয়, সম্পদ ও সুনাম আরো বৃদ্ধি করার প্রয়াসে সকল স্তরের কর্মকর্তা/কর্মচারীদেরকে নিজ নিজ দায়িত্ব নিষ্ঠার সাথে পরিপালনের আহ্বান জানান এবং কোম্পানীকে আগামীতে একটি আধুনিক ও প্রযুক্তি নির্ভর বীমা কোম্পানী বিনির্মানে সম্মেলনে আগত শাখা অবধায়কগনের নিকট আন্তরিক সহযোগিতা কামনা করেন।

বিএইচ

শেয়ার