Top
সর্বশেষ
ভারত, নেপাল ও ভুটানের সঙ্গে যৌথ অর্থনীতি গড়ে তোলার আহ্বান প্রধান উপদেষ্টার বাড়লো স্মারক স্বর্ণ ও রৌপ্যমুদ্রার দাম রেমিট্যান্স জোয়ারে ১৫ দিনে এলো ১৩১ কোটি ডলার ৭৮১ কোটি টাকার অবৈধ সম্পদ, নাসা গ্রুপের নজরুলের বিরুদ্ধে দুদকের মামলা বিএনপির মূল লক্ষ্য দেশের মানুষের ভাগ্য পরিবর্তন করা: তারেক রহমান আগে জাতীয় পরে স্থানীয় নির্বাচনের কথা বলেছি: মির্জা ফখরুল অপারেশন ডেভিল হান্টে গ্রেফতার আরও ৪৭৭ মুক্তিযুদ্ধের বিরোধিতাকারীরাই আগে স্থানীয় নির্বাচন চাচ্ছে: দুদু দশ হাজার কর্মী ছাঁটাই করলেন ট্রাম্প ও মাস্ক ঐকমত্য কমিশনের প্রথম বৈঠকে থাকছেন নাগরিক কমিটির ৪ নেতা

প্রভাতী ইন্স্যুরেন্সকে ১০ লাখ টাকা জরিমানা

২৮ জানুয়ারি, ২০২৫ ৭:৫২ অপরাহ্ণ
প্রভাতী ইন্স্যুরেন্সকে ১০ লাখ টাকা জরিমানা

নির্ধারিত ট্যারিফ রেট লঙ্ঘন ও বীমা কর্তৃপক্ষের আইআইএমএসে তথ্য প্রদান না করার অভিযোগে পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রভাতী ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেডকে ১০ লাখ টাকা জরিমানা করেছে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ। পৃথক দুই অভিযোগে ৫ লাখ করে মোট ১০ লাখ টাকা জরিমানা করেছে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ।

বীমা কর্তৃপক্ষ সম্প্রতি প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয় পরিদর্শনে গিয়ে ট্যারিফ রেট লঙ্ঘন এবং কর্তৃপক্ষের আইআইএমএসে (সাবেক ইউএমপি) তথ্য প্রদান না করার বিষয়টির সত্যতা পায়।

এসব অভিযোগে জরিমানা করে সোমবার (২৭ জানুয়ারি) প্রভাতী ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেডকে চিঠি দিয়েছে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ।

প্রভাতী ইন্স্যুরেন্সকে পাঠানো ওই চিঠিতে উল্লেখ করা হয়, বীমা আইন, ২০১০ এর ধারা ১৭ মোতাবেক কর্তৃপক্ষের সেন্ট্রাল রেটিং কমিটি (সিআরসি) কর্তৃক নির্ধারিত ট্যারিফ রেট অনুসরণে সকল নন-লাইফ বীমাকারী ব্যবসা করার বাধ্যবাধকতা রয়েছে। কিন্তু উক্ত বীমাকারী ২০২২ সালে ইস্যুকৃত পলিসিসমূহ থেকে দ্বৈবচয়নে বাছাইকৃত ৫৮ টি পলিসির মধ্যে ৫ টি পলিসির ক্ষেত্রে সিআরসি কর্তৃক নির্ধারিত ট্যারিফ রেটে ব্যবসা না করে কম রেটে ব্যবসা করেছে। ফলে বীমা আইন, ২০১০ এর ধারা ১৭ লঙ্ঘন করায় কর্তৃপক্ষ উক্ত আইনের ধারা ১৩০ মোতাবেক প্রভাতী ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেডকে ৫ লাখ টাকা জরিমানা আরোপ করা হয়।

এছাড়া ২০২০ সালের ৫ মার্চ বীমা কর্তৃপক্ষ ২০১৯ সালের ১ নভেম্বর থেকে পরবর্তী সকল পলিসির তথ্য কর্তৃপক্ষের ইন্সুরেন্স ইনফরমেশন ম্যানেজমেন্ট সিস্টেমে (আইআইএমএস) প্রেরণের নির্দেশ দিয়েছিল বীমা কর্তৃপক্ষ। কিন্তু প্রতিষ্ঠানটি ২০২২ সালে ইস্যুকৃত সকল পলিসির তথ্য প্রদান করেনি। বীমা কর্তৃপক্ষের আইআইএমএসে তথ্য প্রদান না করায় প্রতিষ্ঠানটিকে আরও ৫ লাখ টাকা জরিমানা করা হয়।

প্রভাতী ইন্স্যুরেন্স কোম্পানীকে জরিমানা বাবদ মোট ১০ লক্ষ টাকা আগামী দশ কার্যদিবসের মধ্যে প্রদানের জন্য নির্দেশ দিয়েছে বীমা কর্তৃপক্ষ।

এম জি

শেয়ার