Top

সীমান্তে বিজিবি-বিএসএফের মিষ্টি ও শুভেচ্ছা বিনিময়

২৬ মার্চ, ২০২১ ৩:৩২ অপরাহ্ণ
সীমান্তে বিজিবি-বিএসএফের মিষ্টি ও শুভেচ্ছা বিনিময়
চুয়াডাঙ্গা প্রতিনিধি :

আজ স্বাধীনতার সূবর্ণজয়ন্তীতে চুয়াডাঙ্গা সীমান্তে মিষ্টি ও শুভেচ্ছা বিনিময় করেছে বিজিবি-বিএসএফ।

শুক্রবার (২৬ মার্চ) সকাল সাড়ে ১০টায় দর্শনা চেকপোস্ট সীমান্তে বিএসএফের হাতে মিষ্টি তুলে দেয় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

এ সময় উপস্থিত ছিলেন বিজিবির দর্শনা কোম্পানি কমান্ডার সুবেদার জহির উদ্দিন বাবর, দর্শনা আইসিপি কমান্ডার নায়েব সুবেদার আব্দুল জলিল। বিএসএফের পক্ষে ছিলেন গেঁদে কোম্পানি কমান্ডার এসি নগেন্দ্র পাল, বিওপি কমান্ডার জয়শংকর সিং।

মহান স্বাধীনতা যুদ্ধে বন্ধু দেশ ভারতের অবদানকে স্মরণ করে বিজিবির পক্ষ থেকে বিএসএফকে শুভেচ্ছা জানানো হয়। সেই সঙ্গে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে মুক্তি বাহিনী ও মিত্র বাহিনীর যারা জীবন উৎসর্গ করেছেন তাদের প্রতি শ্রদ্ধা জানানো হয়।

শেয়ার