Top
সর্বশেষ

আজ লাল সবুজের সুবর্ণজয়ন্তী

২৬ মার্চ, ২০২১ ৭:৩৩ অপরাহ্ণ
আজ লাল সবুজের সুবর্ণজয়ন্তী
রাকিবুল ইসলাম রাফি :

১৯৭১ সালের এই তারিখে শেখ মুজিবুর রহমান পূর্ব পাকিস্তানকে বাংলাদেশের সার্বভৌম ও স্বাধীন দেশ হিসাবে পরিণত করার ঘোষণাপত্রে স্বাক্ষর করেন। যার পরিপ্রেক্ষিতে নয় মাসব্যাপী বাংলাদেশ মুক্তিযুদ্ধের সূত্রপাত করেছিল, এতে ৩ মিলিয়ন মানুষের জীবনযাত্রার দাবি ছিল। এই যুদ্ধে লক্ষ লক্ষ বাঙালী বাস্তুচ্যুত হয়েছিল। লক্ষ নারী হারিয়েছিল তাদের জীবনে বেঁচে থাকার মূল সম্পদ।

আমাদের লাল রঙের এই সবুজ দেশটিকে বাঙালির রক্ত ​​দিয়ে আঁকতে চেয়েছিল পাকিস্তানি শাসক গোষ্ঠী। কিন্তু আমরা প্রতিবাদে ফেটে পড়েছি, হাজার হাজার হাত একসাথে আকাশকে ছুঁয়েছে, আমাদের ঐক্যবদ্ধ কণ্ঠস্বর আকাশকে আলাদা করে দিয়েছে।

যুদ্ধ শেষে ৯৩ হাজারের বেশি পাকিস্তানি সেনা আত্মসমর্পণ করেছিল। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে এটি সেনা সদস্যদের বৃহত্তম সংখ্যা।

জাতীয় পতাকা তৈরিতে লাল সবুজ কেন ব্যবহার করা হয়েছিল জানেন? কারণ, সবুজ বাংলাদেশের উদ্ভিদের প্রতীক এবং লাল বৃত্তটি তুলনামূলকভাবে নতুন দেশের উপরে সূর্যকে উত্থিত করে। এটাই হচ্ছে আমাদের জাতীয় পতায় রঙ ব্যবহারের মূল কারণ।

শেয়ার