Top

দ্বিতীয় প্রান্তিকে আয় বাড়ার ব্যাখ্যা দিলো বিচ হ্যাচারি

০২ ফেব্রুয়ারি, ২০২৫ ১:১২ পূর্বাহ্ণ
দ্বিতীয় প্রান্তিকে আয় বাড়ার ব্যাখ্যা দিলো বিচ হ্যাচারি

পুঁজিবাজারে তালিকাভুক্ত খাদ্য ও আনুষঙ্গিক খাতের কোম্পানি বিচ হ্যাচারি লিমিটেডের পরিচালনা পর্ষদ দ্বিতীয় প্রান্তিকের (অক্টোবর,২৪-ডিসেম্বর,২৪) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। প্রকাশিত প্রতিবেদনে কোম্পানিটির আয় উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে।

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের সভায় ওই প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়।

কোম্পানি সূত্রে জানা গেছে, দ্বিতীয় প্রান্তিকে (অক্টোবর,২৪-ডিসেম্বর,২৪) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৮৫ পয়সা। গত অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি আয় (ইপিএস) ছিল ৮৮ পয়সা।

অপরদিকে, ৬ মাসে (জুলাই,২৪-ডিসেম্বর,২৪) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২ টাকা ৭০ পয়সা। গত অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি আয় (ইপিএস) ছিল ১ টাকা ৩২ পয়সা।

৩১ ডিসেম্বর ২০২৪ শেষে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ (এনএভি) হয়েছে ১৫ টাকা ১৬ পয়সা। গত অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি সম্পদ (এনএভি) ছিলো ১২ টাকা ৪৯ পয়সা

উল্লেখ্য, সাদা মাছের (হোয়াইট ফিশ) পোনার সফল বৈচিত্র আনায়নে ইপিএস উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে বলে জানিয়েছে কোম্পানিটি।

কোম্পানিটি জানায়, কক্সবাজার জেলার একমাত্র আমাদের সাদা মাছের হ্যাচারি হওয়ায় পোনার চাহিদা প্রচুর। এছাড়াও বাংলাদেশের বিভিন্ন স্থানে সাম্প্রতিক বন্যার কারণে পোনার ব্যাপক ঘাটতি দেখা দিয়েছে। আমরা এই চাহিদার ঘাটতি পূরণ করছি। এছাড়াও, আমরা উল্লেখযোগ্যভাবে ফিড খরচ কমাতে সক্ষম হয়েছি, কারণ আমরা আমাদের প্রয়োজনীয় ফিডের ৬০ শতাংশ তৈরি করছি। ফলে খরচ কমে যাওয়ায় ইপিএস বৃদ্ধিতে ভূমিকা রেখেছে।

এএ

শেয়ার