Top

আদালতের নির্দেশে ইতালিতে ফিরছেন বাংলাদেশিসহ ৪৩ অভিবাসী

০২ ফেব্রুয়ারি, ২০২৫ ১০:২৩ পূর্বাহ্ণ
আদালতের নির্দেশে ইতালিতে ফিরছেন বাংলাদেশিসহ ৪৩ অভিবাসী
আন্তর্জাতিক ডেস্ক :

অবৈধ অভিবাসীদের আলবেনিয়ার আশ্রয় কেন্দ্রে পাঠানোর বিষয়ে ইতালির মেলোনি সরকারের সিদ্ধান্ত অকার্যকর হয়ে পড়ছে। উচ্চ আদালতের রায়ে সবশেষ অধিকাংশ বাংলাদেশিসহ ৪৩ জন অবৈধ অভিবাসীকে ইতালিতে ফেরত আনতে বাধ্য হয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

শুক্রবার (৩১ জানুয়ারি) আদালতের বিচারকরা অভিবাসীদের মুক্তি দেয়ার নির্দেশ দেন এবং শনিবার সন্ধ্যার মধ্যে তাদের ইতালিতে ফিরিয়ে আনার পক্ষে রায় দেন। এ নিয়ে তৃতীয়বারের মতো সরকারি সিদ্ধান্ত বাতিল হলো। এ ঘটনায় ইতালি প্রবাসী বাংলাদেশিরা খুশি। আদালতের রায়কে স্বাগত জানিয়েছেন তারা।

এ বিষয়ে স্থানীয় গণমাধ্যমে দেয়া এক সাক্ষাৎকারে বিচারকরা জানান, প্রতিটি অভিবাসীর স্বাধীনতা বা অধিকার সম্পর্কে ভাবা উচিৎ। আশ্রয়ের নামে কাউকে আটকে রাখা মানে তার অধিকার হরণ করা বলে মন্তব্য করেন তারা।

যদি কেউ নিরাপদ দেশের নাগরিক হয়ে থাকেন, তাহলে আদালত তাদের ইতালিতে থাকার অনুমতি দেবে না বলেও জানান তারা। এছাড়া, ইচ্ছার বিরুদ্ধে কাউকে জোরপূর্বক অন্য দেশে নিয়ে আটকে রাখাকে অন্যায় বলে মনে করেন তারা।

ইতালিতে ফিরিয়ে আনা ৪৩ অভিবাসন প্রত্যাশীর ব্যাপারে সরকার পরবর্তী সিদ্ধান্ত নেবে। আর এ রায়ের বিপক্ষে আপিল করা হবে কি না, তা নিয়েও কিছু জানা যায়নি।

বিএইচ

শেয়ার