Top

পাকিস্তানে সেনা ও সন্ত্রাসী গোষ্ঠীর মধ্যে সংঘর্ষে নিহত ৩০

০১ ফেব্রুয়ারি, ২০২৫ ৭:২৯ অপরাহ্ণ
পাকিস্তানে সেনা ও সন্ত্রাসী গোষ্ঠীর মধ্যে সংঘর্ষে নিহত ৩০
আন্তর্জাতিক ডেস্ক :

পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে সেনা ও সন্ত্রাসীদের মধ্যে দুটি বড় ধরনের প্রচণ্ড সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৩০ জন নিহত হয়েছেন। এর মধ্যে ১৮ জন সেনা ও ১২ জন সন্ত্রাসী। পাক সেনাবাহিনীর বরাতে এ খবর জানিয়েছে আনাদোলু এজেন্সি।

পাকিস্তানি সেনাবাহিনীর মিডিয়া শাখা ইন্টার-সার্ভিসেস পাবলিক রিলেশনস (আইএসপিআর) শনিবার (১ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে জানিয়েছে, বেলুচিস্তান প্রদেশের কালাত জেলার মাঙ্গোচর এলাকায় শুক্রবার (৩১ জানুয়ারি) রাতভর সন্ত্রাসীদের সঙ্গে সংঘর্ষ হয়। সন্ত্রাসীরা রাস্তা অবরোধ করার চেষ্টা করছিল।

বিবৃতিতে আরও বলা হয়েছে, ‘তাৎক্ষণিকভাবে নিরাপত্তা বাহিনী ও আইন প্রয়োগকারী সংস্থাগুলোকে মোতায়েন করা হয়। তারা সন্ত্রাসীদের অশুভ পরিকল্পনা সফলভাবে নস্যাৎ করে দিয়েছে। এ সময় সংঘর্ষে ১৮ জন সেনা প্রাণ হারিয়েছেন।’ স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, ২৪ জন সশস্ত্র হামলাকারী নিহত হয়েছেন।

পাকিস্তানের এই অঞ্চলে সম্প্রতি সাম্প্রদায়িক, জাতিগত ও বিচ্ছিন্নতাবাদী সহিংসতা বৃদ্ধি পেয়েছে। নিরাপত্তা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে প্রায়ই সংঘর্ষের ঘটনা ঘটছে। সবশেষ শনিবার বড় ধরনের সহিংসতার খবর এলো।

একজন পুলিশ কর্মকর্তা সংবাদ সংস্থা এএফপিকে ঘটনার বর্ণনা দিয়ে বলেন, ‘মাঙ্গোচর শহরের কাছে নিরস্ত্র ফ্রন্টিয়ার কর্পস আধাসামরিক বাহিনী বহনকারী একটি গাড়ি আকস্মিক আক্রমণের শিকার হয়। ৭০ থেকে ৮০ জন সশস্ত্র হামলাকারী গুলি চালাতে থাকে।’

এএফপির প্রতিবেদন অনুসারে, একটি বালুচ বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী হামলার দায় স্বীকার করেছে। এদিকে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ এক বিবৃতিতে এই হামলার নিন্দা জানিয়েছেন।

বিএইচ

শেয়ার