Top

সপ্তম একনেক সভা অনুষ্ঠিত

০২ ফেব্রুয়ারি, ২০২৫ ৪:০৮ অপরাহ্ণ
সপ্তম একনেক সভা অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক :

চলতি অর্থবছরের (২০২৪-২৫) একনেকের সপ্তম সভা অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

রোববার (২ ফেব্রুয়ারি) পরিকল্পনা মন্ত্রণালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় অনুমোদনের জন্য বেশকিছু প্রকল্প উপস্থাপন করা হয়। এর মধ্যে নতুন ও সংশোধিত প্রকল্প রয়েছে।

সেগুলো হলো- স্থানীয় সরকার বিভাগের চট্টগ্রাম মহানগরীর উত্তর কাট্টলী ক্যাচমেন্ট স্যানিটেশন প্রকল্প, নৌ পরিবহন মন্ত্রণালয়ের মোংলা বন্দরের সুবিধাদি সম্প্রসারণ ও উন্নয়ন, কৃষি মন্ত্রণালয়ের ধান, গম ও ভুট্টার উন্নত বীজ উৎপাদন ও উন্নয়ন প্রকল্প (৩য় পর্যায়), বিএডিসির বিদ্যমান বীজ উৎপাদন প্রক্রিয়াজাতকরণ ও বিতরণ ব্যবস্থা দিয়ে আধুনিকীকরণ এবং উন্নয়ন (২য় পর্যায়), খাদ্য মন্ত্রণালয়ের ফ্রুট সেফটি টেস্টিং ক্যাপাসিটি ডেভেলপমেন্ট প্রজেক্ট, জ্বালানি ও খনিজসম্পদ বিভাগের কৃতা সুকামতা ফিল্ডে চারটি মূল্যায়ন-কাম-উন্নয়ন কূপ খনন, হবিগঞ্জ বাখরাবাদ ও মেঘনা ফিল্ডে তিনটি ডি-সাইসমিক জরিপ, সিলেট ১২ নং কূপ খনন (তেল কূপ), বিদ্যুৎ বিভাগের ঘোড়াশাল চতুর্থ ইউনিট রি পাওয়ারিং প্রকল্প (৩য় সংশোধিত), বিদ্যুৎ বিতরণ ব্যবস্থা উন্নয়ন চট্টগ্রাম জোন (২য় পর্যায়) (২য় সংশোধিত)।

এছাড়াও ছিল- প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের স্টেনদেনড সার্ভিস ডেলিভারি সিস্টেমস ফর ইমপ্রুভ মাইগ্রেশন ম্যানেজমেন্ট অ্যান্ড সাসটেইনেবল রি ইন্টিগ্রেশন, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের ঢাকা মহানগরী ও পূর্বাচলে সরকারি প্রাথমিক বিদ্যালয় স্থাপন ও অবকাঠামো উন্নয়নসহ দৃষ্টি নন্দনকরণ (১ম সংশোধিত) এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের শিক্ষাপতিষ্ঠানের ডিজিটাল ল্যাব স্থাপন প্রকল্প (২য় পর্যায়) (প্রস্তাবিত ২য় সংশোধিত)।

বিএইচ

শেয়ার