আসন্ন ভর্তি পরীক্ষায় পোষ্য কোটা বাতিলের দাবিতে আমৃত্যু গণ-অনশন শুরু করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) একদল শিক্ষার্থী।
রোববার (২ ফেব্রুয়ারি) সকাল ১১ টার দিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে বিশ্ববিদ্যালয়ের নতুন প্রশাসনিক ভবনের সামনে এ কর্মসূচি শুরু করেন তারা। দাবি আদায় না হওয়া পর্যন্ত গণ-অনশন কর্মসূচি চলবে বলে ঘোষণা দেন তারা।
অনশনরত শিক্ষার্থীরা হলেন- বিশ্ববিদ্যালয়ের সরকার ও রাজনীতি বিভাগের ৪৯তম ব্যাচের মো. নাহিদ হাসান, একই ব্যাচের গণিত বিভাগের নাসিম আল তারিক, ৫০তম ব্যাচের মার্কেটিং বিভাগের শিক্ষার্থী মোহাম্মদ রায়হান, গণিত বিভাগের গালিব হাসান, নৃবিজ্ঞান বিভাগের নাজমুল হাসান লিমন, আইবিএ বিভাগের ফারহানা বিনতে জিগার ফারিনা এবং ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের ৫১তম ব্যাচের শিক্ষার্থী নাদিয়া রহমান অন্বেষা ও কাজী মেহরাব।
অনশনরত শিক্ষার্থীরা বলছেন, গণঅভ্যুত্থানের পর বিশ্ববিদ্যালয়গুলোতে পোষ্য কোটা নামে কোনো কোটা থাকতে পারে না। ‘অযৌক্তিক’ পোষ্য কোটা সম্পূর্ণরূপে বাতিলের দাবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে আমৃত্যু গণঅনশন কর্মসূচি শুরু হয়েছে। চব্বিশের গণঅভ্যুত্থানের পর সেই কোটা নিয়ে আবারও অনশনে বসতে হচ্ছে, যা হতাশা ও লজ্জার বিষয়। ভর্তি পরীক্ষায় অযৌক্তিক পোষ্য কোটার জন্য বঞ্চিত হচ্ছে সাধারণ শিক্ষার্থীরা। তাই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়কে চিরতরে অযৌক্তিক পোষ্য কোটা বাতিলের লক্ষ্যে আমাদের আমৃত্যু অনশনে বসা।
অনশনে বসা শিক্ষার্থী নাজমুল হাসান বলেন, পোষ্য কোটার মতো বৈষম্য আর নেই। আমরা বৈষম্যহীন এক নতুন বাংলাদেশের জন্য জুলাই গণ অভ্যুত্থানে অংশগ্রহণ করেছি। অথচ মেধাবী শিক্ষার্থীদের জন্য গলার কাঁটা নামক পোষ্য কোটা চালু রয়েছে বিশ্ববিদ্যালয়ে। যা গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা পূরণে ব্যত্যয় ঘটায়। আজকের পোষ্য কোটা বাতিলের কর্মসূচি সম্পর্কে আমরা মোটামুটি সবাই জানি। অযৌক্তিক পোষ্য কোটার সম্পূর্ণ ইতি টানার সময় এটিই। আমরা এখানে সকলে একই মতাদর্শের নই। ভিন্নতা অবশ্যই আছে। কিন্তু আমরা সকলেই পোষ্য কোটার ভয়াবহতা দেখেছি এবং দেখছি। পোষ্য কোটা জন্ম দেয় অসংখ্য শামীম মোল্লার। পোষ্য কোটা বিলুপ্তির যে আন্দোলনে আমরা নেমেছি, এটি আমাদের গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের আকাঙ্ক্ষা। কারণ আবু সাঈদ রক্ত দিয়েছিল কোটার নামে হওয়া বৈষম্য নিরসনের জন্য। যদি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে এই অভিশাপকে আমরা নির্মূল করতে না পারি তবে সেটা আবু সাঈদের রক্তের সাথে বেইমানি হবে। আজ অনশনে বসেছি এবং এই পোষ্য কোটা নামক অভিশাপ বাতিল করেই উঠবো ইনশাআল্লাহ।
অনশনে বসা শিক্ষার্থী মোহাম্মদ আলী চিশতী বলেন, যেই পোষ্য কোটার জন্য মেধাবীরা অবমূল্যায়িত হয় ।নামে মাত্র নাম্বার পেয়ে অযোগ্যরা মেধাবীদের অধিকারকে কেড়ে নেয় এবং পরবর্তীতে অদক্ষদের মাধ্যমে দেশ ও জাতি পরিচালিত হয়। সেই অযৌক্তিক পোষ্য কোটা সম্পূর্ণরূপে বাতিল না করা পর্যন্ত আমৃত্যু অনশন চালিয়ে যাবো।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জাবি শাখার যুগ্ম সদস্য সচিব নাহিদ হাসান বলেন, বিশ্ববিদ্যালয়ে যে অযৌক্তিক কোটা পদ্ধতি রয়েছে, তা গোড়া থেকে উপড়ে দিতে আমরা অনশনে বসেছি। চব্বিশের গণঅভ্যুত্থানে আমাদের প্রাণের দাবি ছিল- মেধাভিত্তিক মূল্যায়ন করা, কোটা দিয়ে নয়। কিন্তু অভ্যুত্থান পরবর্তী সময়ে এমন অযৌক্তিক কোটা পদ্ধতি জাবিতে বিদ্যমান থাকা আমাদের জন্য লজ্জার। এমনকি আমাদের ভাইবোনদের রক্তের ওপর দাঁড়িয়ে থাকা প্রশাসনের জন্যও লজ্জার। অযৌক্তিক পোষ্য কোটা বাতিল না হলে আমাদের কর্মসূচি চলবে।
এবিষয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জাবি শাখার সদস্যসচিব তৌহিদ মোহাম্মদ সিয়াম বলেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এখনো অযৌক্তিক পোষ্য কোটা বিদ্যমান। আমরা দীর্ঘদিন ধরে প্রশাসনের কাছে এই পোষ্য কোটা সম্পূর্ণরূপে বাতিলের দাবি জানিয়ে আসছি। যেহেতু এই কোটার কোনো যৌক্তিকতা নেই, সেহেতু এটি সংস্কারের প্রয়োজন আছে বলে আমরা মনে করি না। এটা সম্পূর্ণরূপে বাতিল করতে হবে।
তিনি আরও বলেন, প্রশাসন আমাদের কথায় কোন গুরুত্ব দেয়নি। সেই জায়গা থেকে আমাদের ভাই বোনেরা আজ এই গণঅনশন কর্মসূচিতে অংশগ্রহণ করেছে। আমরা বিশ্ববিদ্যালয়ের সকল সচেতন শিক্ষার্থীদের এই গণ অনশনে অংশ নেয়ার জন্য আহ্বান জানাচ্ছি এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনকে কঠোর ভাবে বার্তা দিতে চাচ্ছি যে যতক্ষণ না এই অযৌক্তিক প্রশ্নটা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে সম্পূর্ণরূপ বাতিল হবে ততক্ষণ পর্যন্ত আমরা আমাদের এই কর্মসূচি চালিয়ে যাব।
এম জি