মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গাজা দখলের ঘোষণা দেওয়ার পর বিশ্ব জুড়ে নিন্দার ঝড় ওঠে। ফিলিস্তিনিরাও ট্রাম্পের এমন মন্তব্য প্রত্যাখ্যান করে জানিয়েছেন, যাই হোক না কেন, তারা কখন গাজা ছেড়ে যাবে না। খবর আল জাজিরা
যুক্তরাষ্ট্রে সফররত ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর পাশে দাঁড়িয়ে মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) ডোনাল্ড ট্রাম্প গাজা দখলের ঘোষণা দেন। তিনি ফিলিস্তিনিদের বের করে গাজাকে পুনর্বাসন করতে চান
হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট ট্রাম্পের গাজা দখলের ঘোষণা নিয়ে সুর কিছুটা নরম করছেন। তিনি ট্রাম্পের আগ্রাসী সিদ্ধান্ত থেকে কিছুটা পিছু হটেছেন। লেভিট বলেন, ট্রাম্প বোঝাতে চেয়েছেন ফিলিস্তিনিদের অস্থায়ীভাবে মিশর এবং জর্ডানে পাঠানো হবে।
যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ বলেন, মার্কিন সামরিক বাহিনী গাজায় ‘একাধিক বিকল্প উপায়’ দেখার জন্য প্রস্তুত রয়েছে। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ওয়াশিংটন সফরে পেন্টাগনও পরিদর্শন করেন।
গাজায় গত ১৫ মাসে ইসরায়েলি হামলায় ৪৭ হাজার ৫৫২ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং আহত হয়েছেন ১ লাখ ১১ হাজার ৬২৯ জন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। তবে সরকারি মিডিয়া অফিস জানিয়েছে, গাজায় অন্তত ৬১ হাজার ৭০৯ জন নিহত হয়েছে। নিখোঁজ রয়েছে হাজার হাজার মানুষ।
অন্যদিকে ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলে হামাসের হামলায় নিহত হয় ১ হাজার ১৩৯ জন এবং জিম্মি করে নেয়া হয় ২৫০ জনকে।
এম জি