Top
সর্বশেষ
আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে সবাইকে দায়িত্বশীল হওয়ার আহ্বান প্রধান উপদেষ্টার নারায়ণগঞ্জের সেই গডফাদার কোথায়: জামায়াত আমীর ইসরাইলের তৈরি বালুর ঢিবি থেকে ৬৬ ফিলিস্তিনির লাশ উদ্ধার আন্তর্জাতিক অপরাধ আদালতের ওপর ট্রাম্পের নিষেধাজ্ঞা ভাঙচুর-অগ্নিসংযোগের চেষ্টা শক্তভাবে প্রতিহত করবে সরকার: প্রধান উপদেষ্টা রিজার্ভ বেড়ে ফের ২০ বিলিয়ন ডলারের ঘরে একুশে পদক পাচ্ছেন মাহমুদুর রহমানসহ ১৪ বিশিষ্টজন ও নারী ফুটবল দল সরকারের বিবৃতি: শেখ হাসিনার উসকানিমূলক বক্তব্যে ক্রোধের বহিঃপ্রকাশ ৩২ নম্বরে ভাঙচুর দিনাজপুরে ৬টি আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী ঘোষণা ৬ হাজার ৫৩১ সহকারী শিক্ষকের নিয়োগ বাতিল

ব্রাহ্মণবাড়িয়ায় কিশোরী অপহরণকারী যুবক আটক

০৭ ফেব্রুয়ারি, ২০২৫ ৫:৩৮ অপরাহ্ণ
ব্রাহ্মণবাড়িয়ায় কিশোরী অপহরণকারী যুবক আটক
জুয়েল মিয়া, ব্রাহ্মণবাড়িয়া :

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় অপহরণের কয়েক ঘন্টার মধ্যে অপহৃত কিশোরী উদ্ধারসহ অপহরণকারী যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (৭ ফেব্রুয়ারি) বিকালে গণমাধ্যমকে দেওয়া এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেছেন থানা পুলিশ।

এর আগে বৃহস্পতিবার দিবাগত রাতে পৌর শহর থেকে ওই কিশোরীকে উদ্ধারসহ অপহরণকারীকে গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, বৃহস্পতিবার উপজেলার নুরপুর গ্রাম থেকে ১৪ বছর বয়সী এক কিশোরী অপহরণের ঘটনায় থানায় মামলা হয়। মামলা হওয়ার কয়েক ঘন্টা পর রাত সাড়ে ১০টায় পুলিশ আখাউড়া পৌর শহরে অভিযান পরিচালনা করে অপহৃত কিশোরীকে উদ্ধার করে। পুলিশ কিশোরী অপহরণে জড়িত সামিরুল ইসলাম আরিফকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত আরিফ উপজেলার দক্ষিণ ইউনিয়নের ছোট কুড়িপাইকা গ্রামের মো: সেলিম মিয়ার ছেলে।

ব্রাহ্মণবাড়িয়া জেলার পুলিশ সুপার এহতেশামুল হকের নির্দেশে অভিযান পরিচালনা করে অপহরণকারীকে গ্রেফতার করা হয়।

আখাউড়া থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ ছমি উদ্দিন জানান, গ্রেফতারকৃত আসামীকে ব্রাহ্মণবাড়িয়া আদালতে পাঠানো হয়েছে। উদ্ধারকৃত কিশোরীকে পুলিশি হেফাজতে রাখা হয়েছে।

বিএইচ

শেয়ার