Top
সর্বশেষ
আজ থেকে সারা দেশে ‘অপারেশন ডেভিল হান্ট’ শুরু দিল্লিতে বিজেপি প্রার্থীর কাছে কেজরিওয়ালের হার ভারতের মিডিয়ায় প্রধান উপদেষ্টার বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে: প্রেস সচিব ছাত্রদের ওপর মোজাম্মেল বাহিনীর হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ফের মার্কিন বিমান বিধ্বস্ত, নিহত ১০ ইসরায়েলকে ৭.৪ বিলিয়ন ডলারের বোমা-ক্ষেপণাস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র তিন ইসরায়েলির বিনিময়ে মুক্তি পাচ্ছে ১৮৩ ফিলিস্তিনি আজ গাজীপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভ সমাবেশ এবার বাংলাদেশের রাষ্ট্রদূতকে তলব করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মোজাম্মেল হকের বাড়িতে ভাঙচুর, স্থানীয়দের হামলায় আহত ১৫

সিরাজগঞ্জে ৭০ বছরের বৃদ্ধের বিরুদ্ধে কিশোরী ধর্ষণের অভিযোগ

০৮ ফেব্রুয়ারি, ২০২৫ ১০:৩০ পূর্বাহ্ণ
সিরাজগঞ্জে ৭০ বছরের বৃদ্ধের বিরুদ্ধে কিশোরী ধর্ষণের অভিযোগ
সিরাজগঞ্জ প্রতিনিধি :

সিরাজগঞ্জের বেলকুচি উপজেলাধীন এনায়েতপুর থানার আজগড়া ঘোড়াপাড়া মল্লায় আবুল হোসেন ওরফে ভাপা পিঠা আবুলের (৭০) বিরুদ্ধে এক কিশোরীকে ধর্ষণের অভিযোগ ওঠেছে। তারা সম্পর্কে এলাকার নানা ও নাতনী বলে জানা গেছে। এ ঘটনায় পিঠা আবুলের বাড়িতে উক্তেজিত জনতা হামলা করেছে। এছাড়া অর্থের বিনিময়ে একটি চক্র বিষয়টি রফাদফার চেষ্টা করছে বলে গুঞ্জন শুরু হয়েছে।

ভিকটিমের পরিবার ও স্থানীয় সুত্রে জানা যায়, বেলকুচি উপজেলার দৌলতপুর ইউনিয়নের আজগড়া ঘোড়াপাড়া মল্লার ভাপাপিঠা আবুল যুবক বয়স থেকেই নারী লোভী ছিল। এর আগেও নারী ঘটিত বিষয়ে বেশ কয়েকটি দেনদরবার করেছে স্থানীয়রা।

এদিকে গত প্রায় দুই সপ্তাহ আগে একই মহল্লার হতদরিদ্র পরিবারের এক কিশোরী আবুলের বাড়িতে মিষ্টি আলুর শাক তুলতে আসে। এসময় জোড়পূর্বক তাকে ফাঁকা একটি ঘরে নিয়ে ধর্ষণ করে। এ ঘটনা দুদিন ধরে এলাকায় জানাজানি হয়েছে। এ ঘটনা ফাঁস করলে হত্যার ভয় দেখিয়ে হুমকি দেয়া হয়েছে বলে ওই কিশোরী জানান।

ওই কিশোরীর দিনমুজুর বাবা ও নানী জানান, আমরা অসহায় মানুষ দিন এনে দিন খাই। আবুল প্রভাবশালী হওয়ায় এ বিষয়ে মুখ খুলতে সাহস পাচ্ছি না। আমাদের ভয়ভীতি দেখিয়েছে। এখন আমার ছোট মেয়ে এ নিয়ে আর বেশি কিছু বলতে চাই না। এলাকায় সবাই জানাজানি হয়েছে, সম্পর্কে নানা-নাতনী হলেও বুড়া শয়তান আমাদের সর্বনাশ করছে। এর উপযুক্ত বিচার দেবার কথা বলেছে।

স্থানীয়রা জানান, পিঠা আবুল এর আগেও একাধিকবার নিজ আত্মীয় স্বজনের সাথে অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়ে। এটা তার পুরনো অভ্যাস। টাকা দিয়ে সব ঘটনাই ধামাচপা দিয়েছে। কিশোরী ধর্ষণের ঘটনায় উপযুক্ত শাস্তি দাবি করছি।’

শুক্রবার বিকেলে পিঠা আবুলের বাড়ি গিয়ে দেখা যায় প্রধান গেইট বন্ধ করে রেখেছে। অনেক চেষ্টার পর বাড়িতে গিয়ে তার সাথে কথা হলে সকল অভিযোগ অস্বীর করে আবুল বলেন, স্থানীয় মসজিদের ওয়াল নির্মানকে কেন্দ্র করে একটি মহল ষড়যন্ত্র করছে। আমি ওই মেয়েকে কিছুই করিনি । ডিএনএ পরীক্ষা করলেই সব পরিস্কার হবে। তবে আগের নারী ঘটিত ঘটনায় বিষয়ে তিনি উত্তর দিতে চান না।

এবিষয়ে এনায়েতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি)। রওশন ইয়াজদানি জানান, এ ঘটনায় কেউ অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এনজে

শেয়ার