Top
সর্বশেষ
আজ থেকে সারা দেশে ‘অপারেশন ডেভিল হান্ট’ শুরু দিল্লিতে বিজেপি প্রার্থীর কাছে কেজরিওয়ালের হার ভারতের মিডিয়ায় প্রধান উপদেষ্টার বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে: প্রেস সচিব ছাত্রদের ওপর মোজাম্মেল বাহিনীর হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ফের মার্কিন বিমান বিধ্বস্ত, নিহত ১০ ইসরায়েলকে ৭.৪ বিলিয়ন ডলারের বোমা-ক্ষেপণাস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র তিন ইসরায়েলির বিনিময়ে মুক্তি পাচ্ছে ১৮৩ ফিলিস্তিনি আজ গাজীপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভ সমাবেশ এবার বাংলাদেশের রাষ্ট্রদূতকে তলব করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মোজাম্মেল হকের বাড়িতে ভাঙচুর, স্থানীয়দের হামলায় আহত ১৫

দর্শকের মন মাতাতে চান বাঁশি আরিফ

০৮ ফেব্রুয়ারি, ২০২৫ ২:৪৮ অপরাহ্ণ
দর্শকের মন মাতাতে চান বাঁশি আরিফ
আতিকুর রহমান, কুড়িগ্রাম প্রতিনিধি :

হ্যামিলনের বাঁশিওয়ালার কথা হয়তো সবারই মনে আছে। কিন্তু সেটি রয়ে গেছে বইয়ের পাতায়। হ্যামিলনের বাঁশিওয়ালার মতোই কাঁধে বাঁশির ঝোলা আর বিভিন্ন গানের মধুর সুর বাঁশিতে তুলে ৫ বছর ধরে ক্লান্তিহীনভাবে ছুটে চলছেন বাংলার আরেক বাঁশিওয়ালা। বাঁশিতে মধুর সুর তুলে বাংলাদেশের বিভিন্ন জেলার পথে-প্রান্তরে তার অবিরাম পদচারণা। বাংলার এই হ্যামিলনের বাঁশিওয়ালা আহসান হাবিব আরিফ। কিন্তু মানুষ তাকে চেনেন বাঁশি আরিফ নামে। তার সঙ্গে দেখা ও কথা হয় বাণিজ্য প্রতিদিনের।

আরিফ কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার রায়গঞ্জের রতনপুর গ্রামের  মৃত মকবুল হোসেন ছেলে। আরিফ এর বয়স যখন ৮ বছর ঠিক তখন থেকে অঞ্চলিক বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানে গান গাইতে শুরু করেন একসময়ে এসে তিনি বাঁশির সুরের প্রতি আগ্রহী হয়ে ওঠেন। পরে স্বপ্ন জাগে বাঁশি বাজিয়ে মানুষের মন মাতাবেন। সে ইতোমধ্যে টিভি চ্যানেল এবং বিভিন্ন মিডিয়াতে লাইভ অনুষ্ঠানে অংশগ্রহন করেছে।

আহসান হাবিব আরিফ বলেন, ছোট থেকেই আমি গানের প্রতি আকৃষ্ট ছিলাম। গান আমার অনেক প্রিয় ছিল। গান করতে করতে বাঁশির সুরের প্রতি মুগ্ধ হয়ে যাই। প্রথম অবস্থায় সাইফুর রহমান সুজন গুরুর কাছে বাঁশি শিখি। পরে বিভিন্ন অনুষ্ঠানে মিউজিসিয়ান হিসেবে আমন্ত্রণ পাই।

তিনি আরও বলেন, প্রথম অবস্থায় যখন আমি মিউজিক শুরু করি ফ্যামিলি এবং এলাকাবাসীরা ভালো চোখে দেখতো না। এক পর্যায়ে আমার বাবা ২০২০ সালে মারা যায়। পরিবারের হাল আমার ধরতে হয়।পরিবারের হাল ধরতে গিয়ে বিভিন্ন কাজ করতে হয়েছে আমাকে। কাজের পাশাপাশি মিউজিক নিয়ে কাজ করেছিলাম। এখন এলাকাবাসী আমাকে নিয়ে গর্ব করে।

স্থানীয়রা বলেন, বাঁশি আরিফ যখন বাঁশি বাজায় শুনে প্রাণটা ভরে যায়।ইদানিং সে দেশের বিভিন্ন প্রান্তে গিয়ে বাঁশি বাজাচ্ছে। এটা আমাদের এলাকার গর্ব। আমরা চাই ছেলেটা ভালো কিছু করুক।

প্রতিদিন কাঁধে ঝোলা ভর্তি বাঁশি নিয়ে বেরিয়ে পড়েন বাঁশি আরিফ একেকদিন এক এক গন্তব্যে। কাঁধে ঝোলানো ব্যাগে নানান রকম বাঁশি। সাংস্কৃতিক অনুষ্ঠান সহ বিভিন্ন প্রোগ্রামে বাজায় বাঁশি। সেই সুর শুনে ভিড় জমে যায়। কেউ বলে ওঠেন বাঁশি শেখাবেন আমাকে? বাঁশি নিয়েই বাকী জীবন কাটাবেন বলে পণ করেছেন বাঁশি আরিফ। এ যেন ডাকাতিয়া বাঁশি। বাঁশেতে ঘুণ ধরে যদিও, পোড়া বাঁশিতে ঘুণ ধরেনা।

এনজে

শেয়ার