Top
সর্বশেষ

বিপিজিএমইএ’র নতুন সভাপতি সামিম আহমেদ

২৮ মার্চ, ২০২১ ৪:১৫ অপরাহ্ণ
বিপিজিএমইএ’র নতুন সভাপতি সামিম আহমেদ

বাংলাদেশ প্লাস্টিক দ্রব্য প্রস্তুতকারক ও রফতানিকারক অ্যাসোসিয়েশনের (বিপিজিএমইএ) সভাপতি পদে সামিম আহমেদ নির্বাচিত হয়েছেন।

সিনিয়র সহ-সভাপতি হয়েছে গিয়াসউদ্দিন আহমেদ। আর সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন কে এম ইকবাল হোসেন এবং কাজী আনোয়ারুল হক।

শনিবার অ্যাসোসিয়েশনের পল্টনস্থ প্রধান কার্যালয়ে বিপিজিএমইএ’র পরিচালনা পরিষদের (২০২১-২০২২ সেশন) অফিস বেয়ারার্স নির্বাচনের চূড়ান্ত ফল ঘোষণা করা হয়। নির্বাচন বোর্ডের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক এ ফল ঘোষণা করেন।

২১ সদস্য বিশিষ্ট পরিচালনা পরিষদে যারা:

সামিম আহমেদ, গিয়াসউদ্দিন আহমেদ, কে এম ইকবাল হোসেন, কাজী আনোয়ারুল হক, মো. জসিম উদ্দিন, মো. ইউসুফ আশরাফ, ফেরদৌস ওয়াহেদ, শাহেদুল ইসলাম হেলাল, মোসাদ্দেকুর রহমান নান্নু, হুমায়ুন কবির বাবলু, মো. গোলাম কিবরিয়া, মো. ইয়াকুব, নুর আলম বাচ্চু, রিয়াদ মাহমুদ, এ টি এম সাঈদুর রহমান বুলবুল, মো. শাহজাহান, তোফায়েল কবির খান, মো. খোরশেদ আলম, এনামুল হক, আমান উল্ল্যাহ, মো. আব্দুর রশিদ ভূঁইয়া ।

নবনির্বাচিত পরিচালনা পরিষদ আগামী এক বছর বাংলাদেশ প্লাস্টিক দ্রব্য প্রস্তুতকারক ও রফতানিকারক অ্যাসোসিয়েশনের (বিপিজিএমইএ)  নেতৃত্ব দেবেন।

শেয়ার