Top
সর্বশেষ
আজ থেকে সারা দেশে ‘অপারেশন ডেভিল হান্ট’ শুরু দিল্লিতে বিজেপি প্রার্থীর কাছে কেজরিওয়ালের হার ভারতের মিডিয়ায় প্রধান উপদেষ্টার বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে: প্রেস সচিব ছাত্রদের ওপর মোজাম্মেল বাহিনীর হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ফের মার্কিন বিমান বিধ্বস্ত, নিহত ১০ ইসরায়েলকে ৭.৪ বিলিয়ন ডলারের বোমা-ক্ষেপণাস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র তিন ইসরায়েলির বিনিময়ে মুক্তি পাচ্ছে ১৮৩ ফিলিস্তিনি আজ গাজীপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভ সমাবেশ এবার বাংলাদেশের রাষ্ট্রদূতকে তলব করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মোজাম্মেল হকের বাড়িতে ভাঙচুর, স্থানীয়দের হামলায় আহত ১৫

সৌদি ও আরব আমিরাত সফরে গেলেন বিমান বাহিনী প্রধান

০৮ ফেব্রুয়ারি, ২০২৫ ৭:২৩ অপরাহ্ণ
সৌদি ও আরব আমিরাত সফরে গেলেন বিমান বাহিনী প্রধান
নিজস্ব প্রতিবেদক :

সরকারি সফরে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের উদ্দেশ্যে আজ ঢাকা ত্যাগ করেছেন বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন।

শনিবার (৮ ফেব্রুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।

আইএসপিআর জানায়, রয়েল সৌদি এয়ারফোর্সের কমান্ডারের আমন্ত্রণে বাংলাদেশ বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন ৯ থেকে ১৩ ফেব্রুয়ারি সৌদি আরব সফর করবেন। সফরকালে তিনি রয়েল সৌদি এয়ারফোর্সের বিভিন্ন স্থাপনা পরিদর্শন করবেন এবং রয়েল সৌদি এয়ারফোর্সের কমান্ডারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে মতবিনিময় করবেন।

এছাড়াও সংযুক্ত আরব আমিরাত দূতাবাসের আমন্ত্রণে বিমান বাহিনী প্রধান হাসান মাহমুদ খাঁন ১৪ থেকে ১৫ ফেব্রুয়ারি সংযুক্ত আরব আমিরাত সফর করবেন। সফরকালে তিনি এয়ার স্টাফ টক অ্যান্ড এক্সচেঞ্জিং ট্রেইনিং অ্যান্ড এক্সসারসাইজ ও সংযুক্ত আরব আমিরাত বিমান বাহিনীর বিভিন্ন স্থাপনা পরিদর্শন করবেন। একইসঙ্গে সংযুক্ত আরব আমিরাত বিমান বাহিনীর কমান্ডারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়েও তিনি মতবিনিময় করবেন।

আইএসপিআর আরও জানায়, বিমান বাহিনী প্রধানের এ সফরের মাধ্যমে বাংলাদেশের সঙ্গে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যে বিদ্যমান সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় হবে। যা পেশাগত খাতে পারস্পরিক সহযোগিতার পরিধি সম্প্রসারিত করবে।

সফর শেষে আগামী ১৬ ফেব্রুয়ারি বিমান বাহিনী প্রধান দেশে ফিরবেন বলেও আইএসপিআরের বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

বিএইচ

শেয়ার