অপারেশন ডেভিল হান্টে ব্রাহ্মণবাড়িয়ায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের এক নেতাকে গ্রেফতার করেছে থানা পুলিশ। মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টার সময় জেলার সদর উপজেলার সুহিলপুর বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত ছাত্রলীগ নেতার নাম সাইদুল ইসলাম (২৬)। সাইদুল সুহিলপুর ইউনিয়নের সুহিলপুর গ্রামের মৃত একরাম হোসেনের ছেলে এবং সুহিলপুর ইউনিয়ন ছাত্রলীগের সহ-সভাপতি।
মঙ্গলবার রাতে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ মোজাফফর হোসেন গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃত সাইদুলের নামে সদর থানায় বিস্ফোরক আইনে মামলা আছে।
আসামী সাইদুলকে আইন মোতাবেক আগামীকাল (বুধবার) বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।
এনজে