Top
সর্বশেষ
শেখ হাসিনাকে ফেরাতে দিল্লিকে প্রয়োজনীয় কাগজপত্র পাঠিয়েছে ঢাকা হজ এজেন্সি মালিকদের সাথে ইসলামী ব্যাংকের মতবিনিময় ডিএসই’র ফিক্স সার্টিফিকেশন পেল ৩ ব্রোকারেজ হাউজ প্রধান উপদেষ্টার সঙ্গে সংযুক্ত আরব আমিরাতের স্বাস্থ্যমন্ত্রীর সাক্ষাৎ ‘র‍্যাব বিলুপ্তিসহ জাতিসংঘের সুপারিশগুলোর বিষয়ে আলোচনার পর সিদ্ধান্ত’ বিএনপি আনুপাতিক হারে নির্বাচনের পুরোপুরি বিরোধী: ফখরুল আর্জেন্টিনা থেকে চট্টগ্রামে এলো ৫২ হাজার টন গম জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন চায় জামায়াত লিবিয়ায় আটকে পড়া ১৪৫ বাংলাদেশি ফিরলেন দেশে আইকিউএয়ার সূচকে আজ বায়ুদূষণে ১৪তম স্থানে ঢাকা

আখাউড়ায় সাংবাদিক বিশ্বজিৎ পালের সংবর্ধনায় ‘জীবন্ত পুতুলের নাচ’

১৩ ফেব্রুয়ারি, ২০২৫ ১২:৩৭ অপরাহ্ণ
আখাউড়ায় সাংবাদিক বিশ্বজিৎ পালের সংবর্ধনায় ‘জীবন্ত পুতুলের নাচ’
জুয়েল মিয়া, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি :

তৃতীয়বারের মতো দৈনিক কালের কণ্ঠের সেরা জেলা প্রতিনিধি নির্বাচিত হওয়ায় পত্রিকাটির ব্রাহ্মণবাড়িয়ায় কর্মরত বিশ্বজিৎ পাল বাবুকে সংবর্ধনা দেওয়া হয়েছে। বুধবার রাতে জেলার আখাউড়া উপজেলার রাধামাধব আখড়া এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে।

সংবর্ধনা উপলক্ষে আখড়া প্রাঙ্গনে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সুরের ভুবন সঙ্গীতাঙ্গন আয়োজিত ওই অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ ছিলো জীবন্ত পুতুলের নাচ, যা দর্শকদেরকে মুগ্ধ করে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন-উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক গাজালা পারভীন রুহি। আখড়া কমিটির সভাপতি চন্দন কুমার ঘোষের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন-আখাউড়া থানার অফিসার ইনচার্জ মো. ছমিউদ্দিন, উপজেলা বিএনপির সভাপতি মো. জয়নাল আবেদীন আব্দু, আখড়া কমিটির সাধারন সম্পাদক অলক কুমার চক্রবর্তী।

এছাড়া যুগ্ম সাধারন সম্পাদক দীপংকর ঘোষের সঞ্চালনায় এতে স্বাগত বক্তব্য দেন সাংবাদিক জুটন চন্দ্র বনিক। অনুষ্ঠানে সফল সম্মলেনের আয়োজক সাবেক কমিটির ১৬ জনকে সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়। এছাড়া নতুন কমিটির অভিষেক অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে বক্তারা বিশ্বজিৎ পাল বাবুর কর্মনিষ্ঠতা, একাগ্রতা, সততা ও সাহসিকতার প্রশংসা করেন। পাশাপাশি সেরা জেলা প্রতিনিধি হিসেবে বাছাই করায় কালের কণ্ঠ কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। ব্রাহ্মণবাড়িয়া সাংবাদিক সমিতির সভাপতি ও আখাউড়া উপজেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি মোঃ জুয়েল মিয়া বলেন, বিশ্বজিৎ পাল বাবু আখাউড়ার কৃতিসন্তান। বস্তুনিষ্ঠ ও সাহসী সাংবাদিকতার উজ্জ্বল দৃষ্টান্ত তিনি। তার উত্তরোত্তর সফলতা কামনা করছি।

এনজে

শেয়ার