Top
সর্বশেষ

মহানবীকে (সঃ) নিয়ে কটূক্তির প্রতিবাদে ঢাকা কলেজে বিক্ষোভ

১২ ফেব্রুয়ারি, ২০২৫ ১:৪৯ অপরাহ্ণ
মহানবীকে (সঃ) নিয়ে কটূক্তির প্রতিবাদে ঢাকা কলেজে বিক্ষোভ
ঢাকা কলেজ প্রতিনিধি :

মহানবী হযরত মুহম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কটূক্তিমূলক কবিতা লিখেছে সোহেল হাসান গালিব নামের এক কবি। এই কবিতা আজ সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়লে ঢাকা কলেজের সাধারণ শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করে।

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১২টা ৩০ মিনিটের সময় নর্থ হলের সামনে কয়েকশত শিক্ষার্থী জড়ো হয়ে বিক্ষোভ মিছিল শুরু করে। বিক্ষোভ মিছিলটি বিভিন্ন হলের সামনে দিয়ে ঘুরে আবারও নর্থ হলের সামনে এসে শেষ হয়। ৮টি হল থেকেই সাধারণ শিক্ষার্থী এই মিছিলে অংশগ্রহণ করে। বিক্ষোভ মিছিলে বিশ্ব নবীর অপমান সইবে নারে মোসলমান, সোহেল গালিবের দুই গালে জুতা মারো তালে তালে, একশান একশান ডাইরেক্ট একশান, ঢাকা কলেজের একশান ডাইরেক্ট একশান, মোসলমানের একশান ডাইরেক্ট একশানসহ বিভিন্ন স্লোগান দেন শিক্ষার্থীরা।

বিক্ষোভ মিছিল শেষে সমন্বয়ক জিহাদ হোসাইন বলেন, আগামী ২৪ ঘন্টার মধ্যে নাস্তিক সোহেল হাসান গালিবকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। যেই প্রকাশনী বইমেলায় এই বই প্রকাশ করেছে তাদের স্টল বন্ধ করতে হবে।

উল্লেখ্য, সোহেল হাসান গালিব নামের এক কবি রাসূল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভাষায় প্রকাশের অযোগ্য এমন গালিগালাজ করে কবিতা লিখে এবং আজকে সেটা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হলে প্রতিবাদের ঝড় উঠে।

এনজে

শেয়ার