Top
সর্বশেষ
শেখ হাসিনাকে ফেরাতে দিল্লিকে প্রয়োজনীয় কাগজপত্র পাঠিয়েছে ঢাকা হজ এজেন্সি মালিকদের সাথে ইসলামী ব্যাংকের মতবিনিময় ডিএসই’র ফিক্স সার্টিফিকেশন পেল ৩ ব্রোকারেজ হাউজ প্রধান উপদেষ্টার সঙ্গে সংযুক্ত আরব আমিরাতের স্বাস্থ্যমন্ত্রীর সাক্ষাৎ ‘র‍্যাব বিলুপ্তিসহ জাতিসংঘের সুপারিশগুলোর বিষয়ে আলোচনার পর সিদ্ধান্ত’ বিএনপি আনুপাতিক হারে নির্বাচনের পুরোপুরি বিরোধী: ফখরুল আর্জেন্টিনা থেকে চট্টগ্রামে এলো ৫২ হাজার টন গম জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন চায় জামায়াত লিবিয়ায় আটকে পড়া ১৪৫ বাংলাদেশি ফিরলেন দেশে আইকিউএয়ার সূচকে আজ বায়ুদূষণে ১৪তম স্থানে ঢাকা

ইবিতে শহীদ মাহমুদুল হাসান রিজভীর স্মরণে আলোকচিত্র প্রদর্শনী

১৩ ফেব্রুয়ারি, ২০২৫ ৩:৪৯ অপরাহ্ণ
ইবিতে শহীদ মাহমুদুল হাসান রিজভীর স্মরণে আলোকচিত্র প্রদর্শনী

কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ মাহমুদুল হাসান রিজভীর স্মরণে আলোকচিত্র প্রদর্শনী ও কুইজ প্রতিযোগিতা আয়োজন করেছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন ইবি সংসদ।

বুধবার (১২ ফেব্রুয়ারি) বেলা ১১ টায় বিশ্ববিদ্যালয়ের অনুষদ ভবন সংলগ্ন বটতলা প্রাঙ্গণে দিনব্যাপী এ  কর্মসূচি পালিত হয়।

বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. এম. এয়াকুব আলী এ আলোকচিত্র প্রদর্শনী উদ্বোধন করেন।এছাড়াও  এ সময় উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম, প্রক্টর অধ্যাপক ড. শাহীনুজ্জামান এবং ছাত্র ইউনিয়নের ইবি সংসদের  সভাপতি মাহমুদুল হাসান, সাধারণ সম্পাদক নূর আলম সহ ছাত্র ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের নেতা কর্মী ও সাধারণ শিক্ষার্থীরা।

প্রদর্শনী দেখতে আসা শিক্ষার্থীরা বলেন, এখানে এসে যেটা দেখলাম প্রত্যেকটা ইতিহাসের বিষয় সুন্দর করে ফুটিয়ে তোলা হয়েছে প্রত্যেকটা ফ্রেমে। আমি এখানে এসে অনেকগুলো ইতিহাসের বিষয় সম্পর্কে জেনেছি পড়েছি। ৪৭ এর পূর্ব থেকে ২৪ পর্যন্ত অনেক ইতিহাসের তথ্য এখানে দেওয়া আছে। ২৪ এর আন্দোলনে ছাত্র ইউনিয়নের যে ভূমিকা ছিল সেটা আমরা সবাই দেখেছি। ২৪ এর শহীদদের আত্মত্যাগের বিনিময়ে যে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি। সেই চেতনাকে ধারণ করে আমরা যেন দেশটাকে সুন্দর করে গড়ে তুলতে পারি সে দিকে আমাদের গুরুত্ব দিতে হবে।

ইবি সংসদের সভাপতি মাহমুদুল হাসান  বলেন,  এ ভাষার মাসে  শহীদ মাহমুদুল হাসান রিজভীর স্মরণে আমরা আলোকচিত্র প্রদর্শন করেছি, এখানে মূলত প্রাচীন বাংলার জনপদ থেকে শুরু করে, ব্রিটিশ পিরিয়ড ,১৯৪৭ এর ঘটনা, বায়ান্নর ভাষা আন্দোলন,  একাত্তরের মুক্তিযুদ্ধ এবং সর্বশেষ ২৪ এর অভ্যুত্থানের বেশ কিছু ছবি এখানে স্থান  পেয়েছে, যাতে দর্শনার্থীরা এসে নতুন করে সঠিক ইতিহাস জানতে পারে এবং চর্চা করতে পারে।

এনজে

শেয়ার