নরসিংদীর রায়পুরায় ট্রেনের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে।
বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) সকাল সাড়ে আটটার দিকে ঢাকা-চট্টগ্রাম রেলপথের উপজেলার আমিরগঞ্জ ইউনিয়নের হাসনাবাদ অরক্ষিত রেলক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মোটরসাইকেল আরোহীর নাম মোঃ শফিকুল ইসলাম (৩২)। তিনি শিবপুর উপজেলার খৈনকুট উত্তরপাড়া চেরাগআলী প্রধানের বাড়ীর মোঃ ফাইজুল ইসলামের ছেলে। পেশায় একজন এসি মেকানিক ছিলো।
স্থানীয়রা জানান, প্রতিদিনের মতো বৃহস্পতিবার নিজ বাড়ী থেকে মোটরসাইকেল যোগে তিনি নরসিংদী শহরে যাচ্ছিলেন। পথিমধ্যে হাসনাবাদ অরক্ষিত রেলক্রসিং পার হওয়ার সময় ঢাকা থেকে ছেড়ে আসা একটি আন্তঃনগর ট্রেন শফিকের মোটরসাইকেলে ধাক্কা দেয়। এসময় তিনি ছিটকে পড়ে যায় এবং মোটরসাইকেল দুমড়েমুচড়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তিনি মৃত্যুবরণ করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ জহুরুল ইসলাম বলেন, সংবাদ পেয়েছি এরকম একটি দুর্ঘটনা ঘটেছে। আমরা ঘটনাস্থলে গিয়ে লাশ পাইনি। স্থানীয় লোকজন জানিয়েছে, নিহতের স্বজনরা লাশ নিয়ে গেছে।
এম জি