সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর পতনের শীর্ষে উঠে এসেছে ডাচ-বাংলা ব্যাংক লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানির শেয়ার দর আগের দিনের চেয়ে ১২ দশমিক ৯৭ শতাংশ কমেছে। কোম্পানিটি ৬০২বারে ২ লাখ ১৭ হাজার ১৫ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ১ কোটি ২৪ লাখ টাকা।
তালিকায় দ্বিতীয় স্থানে থাকা রিপাবলিক ইন্স্যুরেন্সের শেয়ার দর আগের দিনের চেয়ে ৪ দশমিক ৬৯ শতাংশ কমেছে। কোম্পানিটি ৩ হাজার ৩৩০ বারে ৩৫ লাখ ৫৫ হাজার ৩৭৫ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ১৬ কোটি ৯৮ লাখ টাকা।
তালিকায় তৃতীয় স্থানে থাকা পূরবী জেনারেল ইন্স্যুরেন্সের শেয়ার দর আগের দিনের চেয়ে ৩ দশমিক ৭৩ শতাংশ কমেছে। কোম্পানিটি ৮৭৩ বারে ৯ লাখ ৯২ হাজার ৫০১ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য২ কোটি ৬৫ হাজার টাকা।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানির মধ্যে- নিটল ইন্স্যুরেন্সের ৩ দশমিক ৭৩ শতাংশ, হা-ওয়েল ৩ দশমিক ১১ শতাংশ, শ্যামপুর সুগারের ২ দশমিক ৫৮ শতাংশ, আমার কটনের ২ দশমিক ২৮ শতাংশ, অল-টেক্সের ২ দশমিক ১৭ শতাংশ, আরামিটের ২ দশমিক ১১ শতাংশ ও ওয়ান ব্যাংকের শেয়ার দর ১ দশমিক ৮৫ শতাংশ কমেছে।