Top
সর্বশেষ

টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ

৩০ মার্চ, ২০২১ ১২:২৭ অপরাহ্ণ
টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ

নিউজিল্যান্ড সফরে গিয়ে তিন ওয়ানডে ও এক টি-টোয়েন্টির পর অবশেষে টসে জিতল বাংলাদেশ ক্রিকেট দল। নেপিয়ারে টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে টস জিতে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ।

সিরিজের প্রথম ম্যাচেও আগে বোলিং করেছিল বাংলাদেশ। তবে সেদিন টস জিতেছিল নিউজিল্যান্ড। তারা আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়ে দাঁড় করিয়েছিল ২১০ রানের বিশাল সংগ্রহ। আজও তাদেরকে আগে ব্যাটিংয়ে পাঠাল বাংলাদেশ।

তিন ম্যাচ সিরিজে টিকে থাকতে এ ম্যাচে জিততেই হবে বাংলাদেশকে। প্রথম ম্যাচে ৬৬ রানের বড় ব্যবধানে হারের পর এ ম্যাচে ফিল্ডিংয়ের দিকে জোর দেয়ার কথা বলেছেন মাহমুদউল্লাহ। নিউজিল্যান্ড এ ম্যাচ জিতলে এক ম্যাচ আগেই নিশ্চিত করবে সিরিজের শিরোপা।

উল্লেখ্য, নেপিয়ারের ম্যাকলিন পার্কে এ পর্যন্ত তিনটি টি-টোয়েন্টি খেলেছে নিউজিল্যান্ড। যেখানে তাদের জয় মাত্র এক ম্যাচে, হেরেছে বাকি দুইটিতে। তবে এতে বাংলাদেশের খুশি হওয়ার সুযোগ নেই। কারণ এ মাঠে কিউইদের একমাত্র জয়টি বাংলাদেশের বিপক্ষেই।

শেয়ার