Top

ঝিনাইদহে পেয়াজের বাম্পার ফলন, কৃষকের মুখে হাসি

৩০ মার্চ, ২০২১ ১:৩৪ অপরাহ্ণ
ঝিনাইদহে পেয়াজের বাম্পার ফলন, কৃষকের মুখে হাসি
ঝিনাইদহ প্রতিনিধি :

ঝিনাইদহ জেলার শৈলকূপা উপজেলায় পেয়াজের বাম্পার ফলন হয়েছে এবার, প্রতিটা জমিতে লালপুর, লালতীর কিং, হাইব্রিডসহ নানা প্রজাতের পেয়াজ চাষ করা হয়েছে।

চার মাসের পরিচর্যা শেষে এখন মাঠ থেকে তোলা হচ্ছে পেয়াজ। মাঠে মাঠে এখন কৃষকের ব্যস্ততা। দুর্যোগ না থাকা আর আবহাওয়া অনুকূলে থাকায় এ বছর শৈলকূপা উপজেলাই পেয়াজের ভালো ফলন হয়েছে। যা বিঘা প্রতি ৭০থেকে ৯০ মণ পেয়াজের ফলন পাচ্ছে তারা। সেই সাথে বাজারে ভালো দাম ও পেয়ে খুশি কৃষকরা। বর্তমানে শৈলকূপা উপজেলায় বিভিন্ন হাট বাজারে প্রতি মণ পেয়াজ প্রকারভেদে ১১০০ থেকে ১৩০০ টাকা দরে ব্রিক্রি হচ্ছে।

ন্যায্য মূল্য পেতে পরিপক্ব হওয়ার পরে, মাঠ থেকে পেয়াজ তুলে কিছুদিন সংরক্ষণ করার পরামর্শ কৃষিবিভাগের। কৃষিবিভাগ এর তথ্যমতে চলতি মৌসুমে জেলার ৬ উপজেলার ১০৪৭২ হেক্টর জমিতে পেয়াজ আবাদ হয়েছে। যা গত বছরের চেয়ে ১৮২২হেক্টর বেশি। এ বছর পেয়াজ উৎপাদনের আশা এক লাখ সাড়ে পঁয়ত্রিশ হাজার মেট্রিক টন।

শেয়ার