Top
সর্বশেষ

রোনালদোর ফেলে দেওয়া আর্মব্যান্ড জীবন বাঁচাচ্ছে শিশুর।

৩১ মার্চ, ২০২১ ২:১০ অপরাহ্ণ
রোনালদোর ফেলে দেওয়া আর্মব্যান্ড জীবন বাঁচাচ্ছে শিশুর।

বিশ্বকাপ বাছাইয়ে এইতো সেদিন বিতর্কে জড়ান ক্রিস্টিয়ানো রোনালদো। আসলে বিতর্ক তৈরি করেছেন স্বয়ং রেফারি-ই! সার্বিয়ার বিরুদ্ধে একেবারে শেষ মুহূর্তে রোনালদোর করা গোলটি যে বাতিল করে দিয়েছিলেন। রাগে-ক্ষোভে পর্তুগিজ তারকা অবশ্য তার প্রতিক্রিয়া দেখিয়েছিলেন মাঠে। অধিনায়কের আর্মব্যান্ড পরে মাঠে নামলেও ওই ঘটনায় ছুঁড়ে ফেলেছিলেন তা।

শেষ পর্যন্ত সেই আর্মব্যান্ডই নিলামে উঠানো হচ্ছে এক শিশুর জীবন বাঁচানোর উপায় হিসেবে। ম্যাচ শেষে রোনালদোর ফেলে দেওয়া সেই আর্মব্যান্ড পরে খুঁজে পান স্টেডিয়ামের এক কর্মচারী। সেটি সংগ্রহ করে তিনি দান করেন সার্বিয়ান এক চ্যারিটি সংস্থাকে। এখন সেই সংস্থা এক ৬ মাসের শিশুর জীবন বাঁচানোর অর্থ জোগান দিতে নিলামে তুলেছে ওই আর্মব্যান্ড।

সার্বিয়ান ওই শিশুটি দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত। যে সংস্থাটি এ নিয়ে কাজ করছে তাদের সম্পর্কে বিস্তারিত কিছুই জানা যায়নি। তবে অ্যাসোসিয়েটেড প্রেসকে তারা বলেছে, আর্মব্যান্ডটি তিন দিন নিলামের জন্য রাখা হবে। যা চলবে অনলাইনে। আর সেখান থেকে প্রাপ্ত অর্থ দিয়েই শিশুটির চিকিৎসা হবে।

রোনালদোর বিতর্বিত সেই ম্যাচের ঘটনাটি ঘটেছিল শনিবার। বিশ্বকাপ বাছাইয়ের ওই ম্যাচে দুই গোলে এগিয়ে গিয়েও ২-২ ড্র নিয়ে মাঠ ছাড়তে হয়েছে পর্তুগালকে। শেষ দিকেই ঘটে বিতর্কিত ঘটনা। রোনালদোর নেওয়া শট গোললাইন পেরিয়ে গেলেও রেফারি গোল দেননি। তাক্ষণিকভাবে রাগে-ক্ষোভে আর্মব্যান্ড ছুঁড়ে ফেলেছিলেন পর্তুগাল অধিনায়ক।

শেয়ার