Top

তেইশে না জিতলে সাতাশ বিশ্বকাপও খেলব: সাকিব

০২ এপ্রিল, ২০২১ ২:২০ পূর্বাহ্ণ
তেইশে না জিতলে সাতাশ বিশ্বকাপও খেলব: সাকিব

২০২৩ সালের ওয়ান্ডে বিশ্বকাপ না জিতলে ২০২৭ সাল পর্যন্ত খেলার আশা ব্যক্ত করেন বিশ্বের অন্যতাম সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান!

এর আগে বিভিন্ন সময় তিনি জানিয়েছেন ২০২৩ সালে বাংলাদেশ বিশ্বকাপ জেতার সম্ভাবনা রয়েছে! তবে বৃহস্পতিবার রাতে দারাজের সঙ্গে ফেসবুক লাইভে আভাস দেন ২০২৩ সালের বিশ্বকাপ না জিতলে সাতাশ বিশ্বকাপ খেলে অবসরে যেতে চান তিনি।

বাংলাদেশের বিশ্বকাপ পাওয়ার সম্ভাবনা নিয়ে প্রশ্ন করা হলে তিনি এক কথায় জবাব দেন, ২০২৩ সালের বিশ্বকাপের কথা! ব্যাখ্যা জানতে চাওয়া হলে আত্মবিশ্বাসের সঙ্গে মুচকি হেসে জানান, আমার শেষ বিশ্বকাপ।

যদি এই বিশ্বকাপে না হয় তাহলে সাতাশ বিশ্বকাপ খেলে জাতীয় দল থেকে অবসরে যেতে চান এমন আশা প্রকাশ করেন সাকিব!

তিনি বলেন, ২০২৩ সালে না জিতলে সাতাশ বিশ্বকাপ পর্যন্ত খেলব।

তবে বিশ্ব দুয়ারে নিজেকে শ্রেষ্ঠত্ব প্রমাণ করা সাকিব টাইগারদেরকে বিশ্বসেরা বানিয়েই অবসরে যেতে চান। তার আগে দলের যে বিষয়টা চেঞ্জ করতে চান সেটাও জানালেন তিনি। সেটি হলো- ‘মানসিকতা’। বিষয়টি ব্যাখ্যা করার কথা বলা হলে নিরব থাকেন সাকিব।

আইপিএলের ১৪ তম আসরে অংশ নিতে ভারতে অবস্থান করছেন সাকিব আল হাসান। এবার খেলবেন কলকাতা নাইট রাইডার্সের হয়ে। এই ফ্র্যাঞ্চাইজিকে দুইবার চ্যাম্পিয়ন করার পেছনে তার অবদান ছিল অনস্বীকার্য।

 

শেয়ার