Top
সর্বশেষ

বিজিএমইএ নির্বাচন ৪ এপ্রিলই অনুষ্ঠিত হচ্ছে

০২ এপ্রিল, ২০২১ ৩:৩২ অপরাহ্ণ
বিজিএমইএ নির্বাচন ৪ এপ্রিলই অনুষ্ঠিত হচ্ছে

তৈরি পোশাক প্রস্তুতকারক ও রফতানিকারক সমিতির (বিজিএমইএ) নির্বাচন আগামী ৪ এপ্রিলই অনুষ্ঠিত হতে যাচ্ছে । করোনা পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করায় এ নির্বাচন নিয়ে কিছুটা দ্বিধা দেখা দিয়েছিল। যার পরিপ্রেক্ষিতে এ বিষয়ে সিদ্ধান্ত নিতে সংশ্লিষ্টদের নিয়ে বৈঠকে বসে নির্বাচন বোর্ড। বৈঠকেই এ সিদ্ধান্ত নেয়া হয়।

বৃহস্পতিবার সন্ধ্যায় প্রতিদ্বন্দ্বিতাকারী দুই প্যানেলের নেতাদের সঙ্গে বসে নির্বাচন বোর্ড। উভয়পক্ষই পূর্বনির্ধারিত সময়েই নির্বাচন অনুষ্ঠানের পক্ষে মত দেয়।

নির্বাচনের বিষয়টি নিশ্চিত করেছেন বিজিএমইএ নির্বাচনী বোর্ডের চেয়ারম্যান ও ঢাবি অধ্যাপক ড. সৈয়দ ফরহাত আনোয়ার।

নির্বাচনে প্রার্থী তালিকা চূড়ান্ত হওয়ার পর ঘরোয়াভাবে প্রচার শুরু করে ‘সম্মিলিত পরিষদ’ও ‘ফোরাম’নামে দুটি প্যানেলের প্রার্থীরা। এবারের নির্বাচনে ঢাকা ও চট্টগ্রামে সমিতির ৩৫টি পরিচালক পদের জন্য দুই প্যানেলের ৩৫ জন করে মোট ৭০ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।

শেয়ার