Top
সর্বশেষ
এখন পর্যন্ত রাষ্ট্রপতিকে সরানোর উদ্যোগ নেই: প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব শাহবাগে আর জনসভা ও সমাবেশ করতে না দেওয়ার সিদ্ধান্ত সরকারের স্কয়ার টেক্সটাইলসের লভ্যাংশ ঘোষণা ‘রাজনৈতিক কারণে নয়, শৃঙ্খলাভঙ্গের দায়ে ২৫২ এসআইকে অব্যাহতি’ সারদা পুলিশ একাডেমিতে প্রশিক্ষণরত ২৫২ এসআইকে অব্যাহতি চাঁদপুরে ধান ক্ষেতে ব্লাস্ট সংক্রমণে দুশ্চিন্তায় কৃষক জামায়াতের নিবন্ধন: খারিজ হওয়া আপিল পুনরুজ্জীবিত করলেন আদালত ছয় মাসে ব্যাংকগুলোর সিএসআর ব্যয় কমেছে ১২ শতাংশ ব্যাংকে পাঠানো রেমিট্যান্স ঠিকমতো পাচ্ছে না স্বজনরা আমিরাতে দ্রুত ভিসা সমস্যা সমাধানের আশ্বাস রাষ্ট্রদূতের

শান্তা অ্যাসেটের পার্টনার হলেন আরিফ খান

০২ এপ্রিল, ২০২১ ৫:৫৬ অপরাহ্ণ
শান্তা অ্যাসেটের পার্টনার হলেন আরিফ খান

শান্তা অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেডে ব্যবসায়িক শেয়ারহোল্ডার পার্টনার হিসেবে যুক্ত হয়েছেন আরিফ খান। তিনি সেখানে ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন।

তিনি বলেন, ‘এখানে চাকরি করছি না। প্রতিষ্ঠানে আমার শেয়ার রয়েছে। প্রতিষ্ঠানটি মুনাফার করলে তার বিপরীতে ডিভিডেন্ড পাবো, আর না করলে কিছু পাবো না।’আরিফ খান শান্তা অ্যাসেট ম্যানেজমেন্টে যোগদানের পূর্বে ব্যাংকবর্হিভূত আর্থিক প্রতিষ্ঠান আইডিএলসি ফাইন্যান্সের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ছিলেন।

গত ১ মার্চ মাসে আইডিএলসির চেয়ারম্যানের কাছে তিনি পদত্যাগ জমা দেন। আরিফ খান বলেন, ‘আইডিএলসি থেকে আমি স্বেচ্ছায় পদত্যাগ করেছি। আমি নিজে কিছু করতে চাই। সেজন্য মনস্থির করেছি ব্যবসা করবো। তবে এখনো সিদ্ধান্ত নিইনি কী ব্যবসা করবো।

৩০ বছর ধরে চাকরি করেছি। এখন কিছুটা বিশ্রাম নিতে চাই। তারপর ব্যবসা শুরু করবো।’আরিফ খান পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড একচেঞ্জ কমিশনের (বিএসইসি) কমিশনার হিসেবেও তিন বছর দায়িত্ব পালন করেন।

দীর্ঘ ৩০ বছরের কর্মজীবনে ব্রিটিশ আমেরিকান টোব্যাকো, বেক্সিমকো ফিশারিজ, জেনিথ ইনভেস্টমেন্টে কাজ ক‌রে‌ছেন আরিফ খান। তবে কর্মজীবনের ২০ বছর কাটিয়েছেন আইডিএলসিতে।

শেয়ার