Top
সর্বশেষ

‘একটু বিনোদন দিতে’ সহজ ম্যাচ কঠিন করেছে পাকিস্তান

০৩ এপ্রিল, ২০২১ ১২:৪৩ অপরাহ্ণ
‘একটু বিনোদন দিতে’ সহজ ম্যাচ কঠিন করেছে পাকিস্তান
স্পোর্টস ডেস্ক :

সেঞ্চুরিয়নের সুপারস্পোর্ট পার্কে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে স্বাগতিক দক্ষিণ আফ্রিকাকে ৩ উইকেটে হারিয়েছে পাকিস্তান।

প্রোটিয়াদের করা ২৭৩ রানের জবাবে ব্যাট করতে নেমে মাত্র ১ উইকেট হারিয়ে ১৮৬ রান করে ফেলেছিল পাকিস্তান। অধিনায়ক বাবর আজমের সেঞ্চুরি (১০৩) ও ইমাম উল হকের ফিফটিতে (৭০) মিলছিল সহজ জয়ের সুবাতাস। দ্বিতীয় উইকেটে ১৭৭ রানের জুটি গড়ে বাবর যখন আউট হন, তখন পাকিস্তানের প্রয়োজন ছিল ৮ উইকেটে ১০৩ বলে ৮৮ রান।

সেই ম্যাচ জিততে কি না আরও ৫ উইকেট হারিয়ে বসে পাকিস্তান এবং খেলে ম্যাচের শেষ বল পর্যন্ত। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে এ বিষয়ে খানিক মজা করেই ইমাম বলেছেন, ‘আপনারা জানেন, এখন বিশ্বব্যাপী মহামারির কারণে সবারই মন খারাপ। তাই আমরা চিন্তা করলাম মানুষদের একটু বিনোদন দেই।’

ইমাম সংবাদ সম্মেলনে বললেও, তার আগে ধারাভাষ্যে একই কথা বলেছেন পাকিস্তানের সাবেক ক্রিকেটার রমিজ রাজা। তিনি বলেছেন, ‘আমরা পাকিস্তানিরা যেকোনো সহজ বিষয়কে কঠিন করার ব্যাপারে বিশেষ পারদর্শী। এ কারণেই বিশ্বে আমাদের কদর বেশি। আমরা জানি কীভাবে ম্যাচ জমাতে হয়।’

তবে ম্যাচের বিষয়ে গম্ভীর আলোচনাও করেছেন ইমাম। তিনি বলেন, ‘আপনি যদি বড় টুর্নামেন্ট জিততে চান কিংবা সেরা তিন দলের একটি হতে চান, তাহলে আপনার ওপরের সারির ব্যাটসম্যানরা যখন উইকেটে সেট হবে, তখন তাকে ১৫০ রান করতে হবে। বড় দলগুলো তাই করে। যেমন আমি ও বাবর আজ সেট ছিলাম। আমাদের উচিত ছিল ম্যাচ শেষ করে আসা।’

 

শেয়ার