Top
সর্বশেষ
এখন পর্যন্ত রাষ্ট্রপতিকে সরানোর উদ্যোগ নেই: প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব শাহবাগে আর জনসভা ও সমাবেশ করতে না দেওয়ার সিদ্ধান্ত সরকারের স্কয়ার টেক্সটাইলসের লভ্যাংশ ঘোষণা ‘রাজনৈতিক কারণে নয়, শৃঙ্খলাভঙ্গের দায়ে ২৫২ এসআইকে অব্যাহতি’ সারদা পুলিশ একাডেমিতে প্রশিক্ষণরত ২৫২ এসআইকে অব্যাহতি চাঁদপুরে ধান ক্ষেতে ব্লাস্ট সংক্রমণে দুশ্চিন্তায় কৃষক জামায়াতের নিবন্ধন: খারিজ হওয়া আপিল পুনরুজ্জীবিত করলেন আদালত ছয় মাসে ব্যাংকগুলোর সিএসআর ব্যয় কমেছে ১২ শতাংশ ব্যাংকে পাঠানো রেমিট্যান্স ঠিকমতো পাচ্ছে না স্বজনরা আমিরাতে দ্রুত ভিসা সমস্যা সমাধানের আশ্বাস রাষ্ট্রদূতের

রোনালদোদের হোঁচট, বেনজেমাদের জয়

০৪ এপ্রিল, ২০২১ ১০:৪৭ পূর্বাহ্ণ
রোনালদোদের হোঁচট, বেনজেমাদের জয়

চ্যাম্পিয়নস লিগে ক্রিশ্চিয়ানো রোনালদো গোল পেলেন ঠিকই। কিন্তু জয় থেকে বঞ্চিত হলেন। কেননা তার দল জুভেন্টাস ২-২ গোলের ড্র নিয়ে ফিরেছে তুরিনোর মাঠ থেকে।

তবে তার সাবেক দল রিয়াল মাদ্রিদ জয় ছিনিয়ে নিয়েছে। নিজেদের মাঠে এইবারকে ২-০ গোলে হারিয়ে লিভারপুলের বিপক্ষে চ্যাম্পিয়নস লিগের লড়াইয়ের প্রস্তুতিটা ভালোই সেরে নিল করিম বেনজেমারা।

শুরুতে অবশ্য এগিয়ে গিয়েছিল অতিথি জুভেন্টাসই। মিডফিল্ডার ফেডেরিকো চিয়েসা গোলমুখ খোলেন। তবে প্রথমার্ধেই স্বাগতিক তুরিনোকে সমতায় ফেরান অ্যান্তোনিও সানাব্রিয়া।

বিরতির পর খেলা শুরুর ১৩ সেকেন্ডের মধ্যে এবার তুরিনো এগিয়ে যায়। গোলদাতা সেই সানাব্রিয়া। তুরিনোর হয়ে দুটি গোলই করেন তিনি। পরে বলে মাথা ছুঁয়ে জুভদের একটি পয়েন্ট উদ্ধার করেন সিআর সেভেন।

অন্যদিকে বার্সেলোনার বিপক্ষে আসন্ন এল ক্লাসিকোর আগে জয়ে নিজেদের ঝালিয়ে নিয়েছে বর্তমান স্প্যানিশ চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ। মার্কো অ্যাসেনসিও প্রথমার্ধের শেষ দিকে রিয়ালকে লিড উপহার দেন। তার গোলে সহায়তা করেন ক্যাসেমিরো।

বিরতির পর স্প্যানিশ জায়ান্টদের জয়ের ব্যবধানটা দ্বিগুণ করেন করিম বেনজেমা। ফরাসি সুপারস্টারকে বলের যোগানটা অবশ্য দেন ভিনিসিয়াস জুনিয়র।

শেয়ার