সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর পতনের শীর্ষে উঠে এসেছে প্যারামাউন্ট ইন্স্যুরেন্স লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানির শেয়ার দর আগের দিনের চেয়ে ১২ দশমিক ২৭ শতাংশ কমেছে। কোম্পানিটি ৬৭৪ বারে ৩ লাখ ৩১ হাজার ৬৭৯ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৩ কোটি ৫৪ লাখ টাকা।
তালিকায় দ্বিতীয় স্থানে থাকা ডমিনেজ স্টিলের শেয়ার দর আগের দিনের চেয়ে ১০ শতাংশ কমেছে। কোম্পানিটি ৫১৬ বারে৩ লাখ ৯৭ হাজার ২৯ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৭১ লাখ টাকা।
তালিকায় তৃতীয় স্থানে থাকা গোল্ডেন সনের শেয়ার দর আগের দিনের চেয়ে ১০ শতাংশ কমেছে। কোম্পানিটি ৫৩৪ বারে ৮ লাখ ৬১ হাজার ৪৫১টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৯৫ লাখ টাকা।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানির মধ্যে- আইএফআইসির ১০ শতাংশ, এসএস স্টিলের ১০ শতাংশ, বিডি থাইয়ের ৯ দশমিক ৯৫ শতাংশ, সাভার রিফ্রাক্টরিজের ৯ দশমিক ৯৪ শতাংশ, আমান কটনের ৯ দশমিক ৯২ শতাংশ, লাভেলো আইসক্রীমের ৯ দশমিক ৯০ শতাংশ ও এনার্জি প্যাক পাওয়ারের শেয়ার দর ৯ দশমিক ৯০ শতাংশ কমেছে।