Top

কুয়েতে প্রথমবারের মত নারী বিচারপতি নিয়োগ

০৫ সেপ্টেম্বর, ২০২০ ৭:০১ পূর্বাহ্ণ
কুয়েতে প্রথমবারের মত নারী বিচারপতি নিয়োগ
কুয়েতে বিচারকের দায়িত্ব পালনে নারীদেরকে সুযোগ দেয়ার জন্য দীর্ঘ লড়াইয়ের পর প্রথমবারের মত ৮ নারী বিচারপতি হিসাবে শপথ নিয়েছেন। সরকারি কুয়েত বার্তা সংস্থা (কেইউএনএ) জানায়, সুপ্রিম কোর্টে বিচারক হিসেবে নিয়োগ পাওয়া ৫৪ জনের মধ্যে তারা রয়েছেন।

কুয়েতের সুপ্রিম জুডিশিয়াল পরিষদ এবং বাতিলকরণ আদালতের চেয়ারমেন ইউসেফ আল- মাতাওয়ার বরাত দিয়ে কেইউএনএ জানায়, মেয়াদকালের পর নারী বিচারকদের কাজ মূল্যায়ন করা হবে।

তবে তাদের মেয়াদকাল কতদিন হবে সে ব্যাপারে মাতাওয়া সুনির্দিষ্ট করে কিছু উল্লেখ করেননি। কুয়েতের নারীরা ২০০৫ সালে তাদের ভোটাধিকার এবং রাজনৈতিক দপ্তর চালানোর অনুমতি পান। চার বছর পর দেশটিতে প্রথম নারী আইন প্রনেতা নির্বাচিত হন। এএফপি

শেয়ার