Top
সর্বশেষ

মাগুরায় লকডাউনে দোকান খোলার দাবিতে ব্যবসায়ীদের মিছিল

০৫ এপ্রিল, ২০২১ ৩:০৯ অপরাহ্ণ
মাগুরায় লকডাউনে দোকান খোলার দাবিতে ব্যবসায়ীদের মিছিল
মাগুরা প্রতিনিধি :

মাগুরায় লকডাউনে ক্ষতিগ্রস্ত কাপড় ব্যবসায়ীরা স্বাস্থ্যবিধি মেনে ব্যবসা পরিচালনার দাবি জানিয়ে বিক্ষোভ করেছে।

সোমবার (৫ এপ্রিল) দুপুর ১২ টার দিকে তারা শহরের বেবি প্লাজা মার্কেটের সামনে থেকে বিক্ষোভ করে নোমানি ময়দানে জড়ো হয়।

সোমবার লক ডাউনের প্রথম দিন শহরের অধিকাংশ ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ থাকলেও কিছু কিছু ব্যবসায়ী তাদের ব্যবসা প্রতিষ্ঠান খুলে ব্যবসা চালিয়ে যান। এ অবস্থায় মাগুরার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু সুফিয়ান সেসব ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করার চেষ্টা করলে তারা বিক্ষোভ শুরু করেন। পরে শহরের আতর আলি সড়কের কাপড় ব্যবসায়ীরা লক ডাউনের বিপক্ষে বিক্ষোভ মিছিল নিয়ে মাগুরা পৌর মেয়রের বাড়ির সামনে জড়ো হন। খবর পেয়ে সদর থানা পুলিশ সেখানে পৌঁছলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

মাগুরা জেলা কাপড় ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মশিউর রহমান লিটন বলেন, সামনে রোজা এবং ঈদ। এ সময় লক ডাউনে আমাদের অনেক ক্ষতি হয়ে যাবে। আমাদের দাবি, স্বাস্থ্যবিধি মেনেই আমরা ব্যবসা পরিচালনা করতে চাই। সেই সুযোগ আমাদের দেয়া হোক। আমরা এই দাবিটি মাগুরা পৌর মেয়রের কাছে জানিয়েছি।

শেয়ার