Top

সিরাজগঞ্জে স্কুল চালু রাখার দায়ে শিক্ষকের জরিমানা

০৫ এপ্রিল, ২০২১ ৩:২০ অপরাহ্ণ
সিরাজগঞ্জে স্কুল চালু রাখার দায়ে শিক্ষকের জরিমানা
সিরাজগঞ্জ প্রতিনিধি :

সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার সমেশপুরে সরকারি বিধি নিষেধ অমান্য করে কিন্ডারগার্ডেন স্কুল চালু রাখার দায়ে শহীদুল ইসলাম নামে এক শিক্ষককে সাড়ে চার হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বেলকুচি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম রবিন শীষ রোববার বিকেলে এ জরিমানা করেন। নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম রবিন শীষ জানান, করোনার বিস্তার রোধে সরকারিভাবে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধরাখার নির্দেশ দেয়া হয়েছে।

কিন্তু সরকারি নির্দেশ অমান্য করে শিক্ষার্থীদের স্বাস্থ্য ঝুঁকিতেফেলে ক্লাশ চালাচ্ছেন এমন গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। এ সময় স্কুলের পরিচালক ইউসুফ আলী পালিয়ে গেলেও শিক্ষক শহিদুলইসলামকে সাড়ে ৪ হাজার টাকা জরিমানা করা হয়। সেইসাথে সরকারি নিষেধাজ্ঞা প্রত্যাহার না হওয়া পর্যন্ত স্কুল বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি।

শেয়ার