Top

অস্ট্রেলিয়ায় বিজ্ঞানীর কাধে একি করলো অক্টোপাস!

০৫ এপ্রিল, ২০২১ ৩:৩০ অপরাহ্ণ
অস্ট্রেলিয়ায় বিজ্ঞানীর কাধে একি করলো অক্টোপাস!

আঘাতের দৃশ্যের ভিডিও বা ছবি তুলতে পারেননি কার্লসন। তবে সাঁতরে তীরে আসার সময় যখন সেখানেও তাকে ধেয়ে যায় অক্টোপাসটি, তখন স্মার্টফোনে সেটির ভিডি ধারণ করেন তিনি। ভাইরাল হওয়া সে ভিডিওতেও তেড়ে আসতে দেখা গেছে অক্টোপাসটিকে। সেটির রাগের কারণ অজানা।

অস্ট্রেলিয়ার এক সমুদ্র সৈকতে সাঁতার কাটার সময় হঠাৎই অক্টোপাসের আক্রমণের শিকার হয়েছেন এক ব্যক্তি। বেঁচে ফিরে জানিয়েছেন, ‘ভীষণ রাগী এক অক্টোপাস’ পিটিয়ে লাল করেছে তাকে!

অদ্ভুত শোনালেও প্রমাণ হিসেবে ‘রাগী অক্টোপাস’টির ভিডিও’ ধারণ করেছেন তিনি। সঙ্গে আছে ঘাড়ে ও পিঠে অক্টোপাসের আঘাতের দাগ।

বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, ল্যান্স কার্লসন নামের ওই ব্যক্তি পেশায় ভূতত্ত্ববিদ। ছুটির দিনে পরিবার নিয়ে বেড়াতে গিয়েছিলেন ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ান সৈকতে।

দুই বছরের মেয়েকে সঙ্গে নিয়ে তীরের কাছেই সাঁতার কাঁটছিলেন তিনি। এমন সময় দূর থেকে পানিতে কোনোকিছুর নড়াচড়া দেখেন তিনি। প্রথমে ভেবেছিলেন লম্বা লেজের স্ট্রিংরে মাছ লেজ দিয়ে বুঝি পানির কাছে আসা কোনো পাখিকে ধরার চেষ্টা করছে। সেটি দেখতে কাছে যাওয়ার পরই অক্টোপাসের অস্তিত্ব চোখে পড়ে তার। এমন সময় হঠাৎই তার হাতে আঘাত করে অক্টোপাসটি।

এ ঘটনায় সঙ্গে সঙ্গেই মেয়েকে নিয়ে সাগর থেকে উঠে আসেন কার্লসন। এরপর মেয়েকে রেখে একাই সাঁতার কাঁটতে নামলে আবারও তেড়ে আসে অক্টোপাসটি। কিছু বুঝে ওঠার আগেই কার্লসনের ঘাড়ে আর পিঠের ওপরের অংশে আট পেয়ে জীবটির শুঁড়ের ‘থাপ্পড়ের বন্যা’ শুরু হয়ে যায় রীতিমতো।

বার্তা সংস্থা রয়টার্সকে কার্লসন বলেন, ‘অক্টোপাসটিকে চড়াও হতে দেখে চমকে গিয়েছিলাম আমি। আমার গগলস ঝাপসা আর পানি ময়লা হয়ে গিয়েছিল। ঘটনার আকস্মিকতায় হতবাক হয়ে গেছিলাম।’

আঘাতের দৃশ্যের ভিডিও বা ছবি তুলতে পারেননি কার্লসন। তবে সাঁতরে তীরে আসার সময় যখন সেখানেও তাকে ধেয়ে যায় অক্টোপাসটি, তখন স্মার্টফোনে সেটির ভিডি ধারণ করেন তিনি।

ভাইরাল হওয়া সে ভিডিওতেও তেড়ে আসতে দেখা গেছে অক্টোপাসটিকে। সেটির রাগের কারণ অজানা।

স্থানীয় সংবাদমাধ্যমকে আহত কার্লসন জানান, এ ধরনের ক্ষতে ভিনেগার ঢাললে দ্রুত স্বস্তি পাওয়া যায়। কিন্তু ঘটনার সময় হাতের কাছে ভিনেগার না থাকায় আঘাতের জায়গায় ঠাণ্ডা কোক ঢেলেছেন তিনি।

শেয়ার