কলকাতা মোহামেডানে ধারে খেলে জামাল ভূঁইয়া আগেই যোগ দিয়েছেন তার পুরোনো ক্লাব সাইফ স্পোর্টিংয়ে। জাতীয় দলের সঙ্গে নেপাল যাওয়ার আগেই বাংলাশে প্রিমিয়ার লিগের দলটির সঙ্গে নতুন চুক্তিও সম্পন্ন করেছেন ক্লাবটির অধিনায়ক।
কলকাতা মোহামেডান থেকে সাইফ স্পোর্টিং ক্লাব-শারীরিক সম্পৃক্ততা হলেও কাগজ-কলমে একদিন আগেও তিনি ছিলেন কলকাতার ক্লাবটির খেলোয়াড়। রোববার আনুষ্ঠানিকভাবে আবারও তাকে দলে ভিড়িয়েছে সাইফ এফসি।
ক্লাবটির ব্যবস্থাপনা পরিচালক নাসির উদ্দিন চৌধুরী জানালেন, ‘জাতীয় দলের সঙ্গে নেপাল যাওয়ার আগেই আমরা জামালের সঙ্গে চুক্তি করেছি। আর রোববার বাফুফেতে তার রেজিস্ট্রেশনের কাগজপত্র জমা দিয়েছি। অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন থেকে জামালের আইটিসিও চলে এসেছে। কাগজ-কলমে জামাল ভূঁইয়া আবার আমাদের ফুটবলার’
জামালের সঙ্গে ক্লাবের নতুন যে চুক্তি, তাতে চলমান এবং আগামী মৌসুম সাইফে খেলবেন জাতীয় দলের অধিনায়ক। তবে নাসির উদ্দিন চৌধুরী এটাকে বলছে শুধুই কাগুজে চুক্তি।
জামাল যতদিন ফুটবল খেলবেন এই ক্লাবেই খেলবেন-এমন প্রত্যাশা নাসির উদ্দিন চৌধুরীর। তিনি বলেন, ‘আমাদের দলটি তারুণ্যনির্ভর। যে কারণে আমরা জামালকে সবসময় দলে রাখতে চাই তরুণদের রোলমডেল হিসেবে। যাতে তারা অনুপ্রাণিত হয়। তাই মৌখিকভাবে আমাদের সঙ্গে জামালের প্রতিশ্রুতি সবসময়ই সে সাইফে থাকবে।’
ডেনমার্ক প্রবাসী জামাল ভূঁইয়ার বাংলাদেশের ঘরোয়া ফুটবলে অভিষেক ২০১৪ সালে শেখ জামাল ধানমন্ডি ক্লাবের জার্সিতে। ২০১৬ সালে যোগ দিয়েছিলেন শেখ রাসেলে। ২০১৭ থেকে আছেন সাইফ স্পোর্টিংয়ে। মাঝে কলকাতা মোহামেডান। ঘরোয়া ফুটবলে অভিষেকেরও আগে ২০১৩ সাল থেকে তিনি খেলছেন জাতীয় দলে।