Top

রাজবাড়ী কারাগারে যাবজ্জীবন দন্ডপ্রাপ্ত আসামির মৃত্যু

০৫ এপ্রিল, ২০২১ ৬:১০ অপরাহ্ণ
রাজবাড়ী কারাগারে যাবজ্জীবন দন্ডপ্রাপ্ত আসামির মৃত্যু
রাজবাড়ী প্রতিনিধি :

রাজবাড়ী জেলা কারাগারে হৃদযন্ত্রের ক্রীড়া বন্ধ হয়ে জোচন মোল্লা (৫২) নামের এক কয়েদীর মৃত্যু হয়েছে।

রোববার (৪ এপ্রিল) রাতে রাজবাড়ী সদর হাসপাতালে তার মৃত্যু হয়।

রাজবাড়ী জেলা কারাগারের জেলার মো.মামুনুর রশিদ বিষয়টি নিশ্চিত করেছেন।

জেলা কারাগারে বুকে তীব্র ব্যাথা অনুভব করলে প্রথমে তাকে কারা হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে তাকে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মৃত জোচন মোল্লা রাজবাড়ী সদর উপজেলার মিজানপুর ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের সাবেক মেম্বার ও মেছোঘাটা গ্রামের মৃত চেনুরুদ্দিন মোল্লার ছেলে। এছারাও তিনি জেলা কারাগারের মহিলা ওয়ার্ডের ক্রলিং এর দায়িত্বে ছিলেন।

জেলা কারাগারের জেলার মো. মামুনুর রশিদ জানান, তার বিরুদ্ধে ২টি হত্যা মামলা রয়েছে। পাবনার পুলিশ হত্যা মামলায় সে যাবজ্জীবন দন্ড প্রাপ্ত আসামি ছিলেন। আরেকটি হত্যা মামলা রাজবাড়ী আদালতে বিচারাধিন রয়েছে।

তিনি আরো জানান জোচন মোল্লা ২০১৯ সাল থেকে রাজবাড়ী জেলা কারাগারে ছিলেন হঠাৎ বিকেল ৪ টা ৪৫ মিনিটে তিনি বুকের ব্যথা নিয়ে কারাগারের হাসপাতালে ভর্তি হন। সে খানে তার ইসিজি করা হয়। কিন্তু ইসিজির রিপোর্টটা ভালো ছিল না। সে কারণেই তাকে ৪ টা ৫৮ মিনিট এ দ্রুত রাজবাড়ী সদর হাসপাতালে নেওয়া হয়। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শেয়ার