Top
সর্বশেষ

পদ্মা অয়েলের ফিলিং স্টেশনে পাওয়া যাবে বেক্সিমকোর এলপিজি

০৭ সেপ্টেম্বর, ২০২০ ১১:৪৬ পূর্বাহ্ণ
পদ্মা অয়েলের ফিলিং স্টেশনে পাওয়া যাবে বেক্সিমকোর এলপিজি

বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের অঙ্গপ্রতিষ্ঠান পদ্মা অয়েল কোম্পানি লিমিটেডের ফিলিং স্টেশনে পাওয়া যাবে বেক্সিমকোর তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি)। এ বিষয়ে পদ্মা অয়েল ও বেক্সিমকো এলপিজি ইউনিট-১-এর মধ্যে একটি চুক্তি সই হয়েছে।

সোমবার (৭ সেপ্টেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) থেকে এ তথ্য জানানো হয়।

চুক্তি অনুযায়ী, পদ্মা অয়েল তাদের নিবন্ধিত ফিলিং স্টেশনে এলপিজি রিফুয়েলিং প্লান্ট স্থাপন করতে পারবে। পদ্মা ওয়েল কোম্পানি প্রতি লিটার এলপিজিতে ৫০ পয়সা রয়্যালটি পাবে।

বর্তমানে পদ্মা অয়েলের ৬৯৫টি ফিলিং স্টেশন রয়েছে।

অপরদিকে বেক্সিমকো এলপিজিকে ২০১৬ সালের শুরুর দিকে অটো এলপিজি স্টেশনগুলোর জন্য জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ ৫০০টি ফ্র্যাঞ্চাইজি লাইসেন্স দেয়া হয়। তবে বেক্সিমকো এলপিজি দেশে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস খাতে ২০১৮ সাল থেকে কাজ করছে।

বর্তমানে কোম্পানিটির নয়টি অটো এলপিজি পাম্প চালু রয়েছে। চালুর প্রক্রিয়া চলছে আরও ৪৫টিতে।

শেয়ার