Top
সর্বশেষ

মামুনুল হককে খুঁজছে পুলিশ, যেকোন সময় গ্রেফতার

০৮ এপ্রিল, ২০২১ ১:১১ অপরাহ্ণ
মামুনুল হককে খুঁজছে পুলিশ, যেকোন সময় গ্রেফতার

স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে বায়তুল মোকাররমে তান্ডব ও সোনারগাঁয়ের রয়েল রিসোর্টে কথিত দ্বিতীয় স্ত্রীসহ আটক হবার পর সেখানে হেফাজত কর্মীদের ভাঙচুরের দায়ে পল্টন এবং সোনারগাঁও থানার একাধিক মামলায় হেফাজত নেতা মামুনুল হককে গ্রেফতার করতে রাতভর অভিযান চালিয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। তবে তাকে কোথাও খুঁজে পাওয়া যায়নি। পুলিশ জানিয়েছে, অভিযান এখনও অব্যাহত আছে, যেকোন সময় গ্রেফতার করা হতে পারে মামুনুল হককে।

বুধবার (৭ এপ্রিল) সন্ধ্যা থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে মামুনুল হক আটক হয়েছেন। এমন খবরের ভিত্তিতে প্রথমে হেফাজতে ইসলামের ঢাকা মহানগরীর নেতা ফজলুল করিম কাশেমীর সঙ্গে ফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, এ রকম খবর শোনেননি। তাকে (মামুনুল) কেউ আটক বা গ্রেফতার করেনি। মামুনুল কোথায় আছেন জানতে চাইলে কাশেমী বলেন, তার কাছে নেই। তবে এক জায়গায় আছে, বলা যাবে না।

এরপর রাত যত বেড়েছে গ্রেফতার সম্পর্কিত গুঞ্জনের ডালপালা ততই ছড়িয়েছে। এক পর্যায়ে জানা যায়, ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল মোহাম্মদপুর বছিলা এলাকা থেকে তাকে গ্রেফতার করেছে। এই খবরের সত্যতা জানতে ডিবির অতিরিক্ত কমিশনার, যুগ্ম কমিশনারসহ বেশ কয়েকজন ডিসি, এডিসি এবং সিনিয়র এসির সঙ্গে যোগাযোগ করা হলে তারা জানান, না, মামুনুল হককে গ্রেফতার করা হয়নি।

ডিবির এক কর্মকর্তা জানান, সম্ভবত তাকে র‍্যাবের হেফাজতে রাখা হয়েছে। তথ্যের ভিত্তিতে র‍্যাবের সঙ্গে যোগাযোগ করা হয়, কিন্তু খবরের সত্যতা মেলে নি।

এ ব্যাপারে নাম না প্রকাশ করার শর্তে পল্টন থানার একজন পুলিশ পরিদর্শক বলেন, মামুনুলকে হয়তো পুলিশ গ্রেফতার করতে পারছে না। প্রথমে কোনো গোয়েন্দা সংস্থা তাকে নিজেদের হেফাজতে নিতে পারে। পরে র‍্যাব আটক দেখিয়ে থানায় হস্তান্তর করতে পারে। তবে সেটা কখন তা বলা যাচ্ছে না।

সর্বশেষ রাত তিনটায় হেফাজত নেতা ফজলুল করিম কাশেমী বলেন, সরকার নিজস্ব লোকদের দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে গ্রেফতারের গুজব ছড়িয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করতে চায়। হেফাজত চুপ থাকে নাকি গর্জে ওঠে।

তিনি আরও বলেন, মামুনুলকে গ্রেফতার করা হলে তৌহিদী জনতা রাস্তায় নেমে আসবে। বেশ কিছু জায়গায় পুলিশি অভিযান হয়েছে, অবিলম্বে এসব বন্ধ করার আহ্বান জানান তিনি।

প্রসঙ্গত, স্বাধীনতা দিবসে বায়তুল মোকাররম মসজিদের ভেতরে এবং বাইরে নাশকতা ও হত্যাচেষ্টার অভিযোগে পল্টন থানায় মামুনুল হকসহ হেফাজতের কয়েকশ নেতাকর্মীকে আসামি করে মামলা দায়ের করা হয়। এছাড়াও সোনারগাঁওয়ের রয়েল রিসোর্টে নারীসহ অবরুদ্ধের ঘটনায় হেফাজতের তাণ্ডবের পর পুলিশের দুইটি এবং এক সাংবাদিকের করা একটি মামলাসহ মোট তিন মামলার আসামি মামুনুল হক। সবগুলো মামলাতেই মামুনুল হককে প্রধান অভিযুক্ত হিসেবে উল্লেখ করা হয়েছে।

শেয়ার