Top
সর্বশেষ

গ্রিজম্যানের ৩ সন্তানের জন্ম তারিখ একই!

০৯ এপ্রিল, ২০২১ ৩:০৫ অপরাহ্ণ
গ্রিজম্যানের ৩ সন্তানের জন্ম তারিখ একই!

গত বৃহস্পতিবার তৃতীয় সন্তানের বাবা হয়েছেন তিনি। নতুন অতিথির আগমনের শুভেচ্ছা জানাতে গিয়ে গ্রিজম্যানভক্তরা খেয়াল করলেন অভিনব এক বিষয়।

সেটি হচ্ছে— এই ফরাসি মিডফিল্ডারের তিন সন্তানের জন্মদিন একই তারিখে। তিন সন্তানকেই ৮ এপ্রিল জন্ম দিয়েছেন গ্রিজম্যানের স্ত্রী। ২০১৬ সালের ৮ এপ্রিল প্রথম সন্তানের বাবা হন গ্রিজম্যান। এর পর ২০১৯ সালে একই তারিখে জন্ম নেয় তার দ্বিতীয় সন্তান। এবার জন্ম নেওয়া তৃতীয় সন্তানের জন্মও সেই ৮ এপ্রিলে।

অনেকে মজা করে মত দিয়েছেন, অন্যরকম হ্যাটট্রিক করলেন গ্রিজম্যান ও তার সহধর্মিণী এরিকা চোপেরেনা। কেউ কেউ বলছেন, ভালোই হলো তিন সন্তানের জন্মদিন আলাদা করে মনে রাখতে হবে না গ্রিজম্যানকে। আরেকটু বেশি রসিকতা করে কেউ কেউ লিখেছেন, এক পার্টির খরচ দিয়েই তিনজনের জন্মদিন পালন করতে পারবেন গ্রিজম্যান।

মজা করতে ছাড়েনি জনপ্রিয় ক্রীড়া সংবাদমাধ্যম ইএসপিএনও।

তারা লিখেছে— ‘ফ্রান্সের হয়ে বিশ্বকাপ জেতা বার্সেলোনা ফরোয়ার্ড আতোয়াঁ গ্রিজম্যান পরিবার পরিকল্পনার ক্ষেত্রেও বিশ্বসেরা।’এ দম্পতির প্রথম সন্তানের নাম মিয়া গ্রিজম্যান, দ্বিতীয় সন্তান আমারো গ্রিজম্যান এবং তৃতীয় সন্তানের নাম আলবা গ্রিজম্যান। অনেকের প্রশ্ন— খেলার রেকর্ডের পাশাপাশি ব্যক্তিগত জীবনেও কি বিরল ঘটনার জন্ম দিলেন গ্রিজম্যান।

কারণ বিশ্বে তিন ভাইবোনের একই তারিখে জন্মের ঘটনা তেমন একটি নেই। সেদিক থেকে এগিয়ে থাকলেও গিনেস ওয়ার্ল্ড রেকর্ড থেকে বেশ দূরেই আছেন গ্রিজমান-এরিকা দম্পতি।

১৯৫২ থেকে ১৯৬৬ সালের মধ্যে একই তারিখেই যুক্তরাষ্ট্রে ক্যারোলিন ও কামিন্স দম্পতি পাঁচ সন্তান জন্ম দেন। এই পাঁচ সহোদরের জন্মদিন ২০ ফেব্রুয়ারি।

তথ্যসূত্র: ইএসপিএন

শেয়ার