Top
সর্বশেষ

হাটহাজারীতে হেফাজতের শীর্ষ নেতাদের জরুরী বৈঠক

১১ এপ্রিল, ২০২১ ২:৩৩ অপরাহ্ণ
হাটহাজারীতে হেফাজতের শীর্ষ নেতাদের জরুরী বৈঠক

চট্টগ্রামের হাটহাজারীতে জরুরি বৈঠকে বসেছে হেফাজতে ইসলামের শীর্ষ নেতারা। এতে উপস্থিত আছেন সংগঠনটির আমির জুনায়েদ বাবুনগরীসহ কেন্দ্রীয় পর্যায়ের নেতা বেশ কয়েকজন।

রোববার (১১ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে বৈঠকের বিষয়টি নিশ্চিত করেছেন হেফাজতের কেন্দ্রীয় প্রচার সম্পাদক মাওলানা জাকারিয়া নোমান ফয়জী।

তিনি বলেন, ‘গুরুত্বপূর্ণ কিছু বিষয়ে সিদ্ধান্ত নিতে বৈঠক চলছে। এখন কিছু বলা যাবে না। বৈঠক শেষে বিস্তারিত জানা যাবে।’

তবে সূত্র জানায়, হেফাজতের যুগ্ম মহাসচিব মামুনুল হকসহ সাম্প্রতিক সার্বিক বিষয়ে সিদ্ধান্ত নিতে আজকে বৈঠক হচ্ছে।

শেয়ার