Top
সর্বশেষ

সিরাজগঞ্জের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট করোনায় আক্রান্ত

১১ এপ্রিল, ২০২১ ৭:০০ অপরাহ্ণ
সিরাজগঞ্জের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট করোনায় আক্রান্ত
সিরাজগঞ্জ প্রতিনিধি :

সিরাজগঞ্জের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ তোফাজ্জল হোসেন ভ্যাকসিন নেয়ার পরেও করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। প্রায় দেড় মাস আগে তিনি করোনা ভ্যাকসিনের প্রথম ডোজ নিয়েছিলেন।

রোববার (১১ এপ্রিল) জেলা প্রশাসনের নাম প্রকাশে অনিচ্ছুক একজন কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন।

ওই কর্মকর্তা জানান, কয়েকদিন ধরে তিনি সামান্য জ্বর ও ব্যাথায় ভুগছিলেন। এর আগে, শনিবার সকালে তিনি করোনা ভাইরাস টেস্টের জন্য নমুনা দেন এবং রোববার দুপুরের দিকে তার ফলাফল পজিটিভ আসে। তিনি বর্তমানে বাসভবনে আইসোলেশনে আছেন।

তিনি অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), প্রধান নির্বাহী কর্মকর্তা জেলা পরিষদ, সিরাজগঞ্জ, ও স্থানীয় সরকার উপ-পরিচালকের দায়িত্ব রয়েছেন। এ নিয়ে করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউয়ে সিরাজগঞ্জে একজন সাবেক এমপিসহ ৩ জন এমপি ভ্যাকসিন নেয়ার পরেও করোনায় আক্রান্ত হয়েছেন।

এদিকে সিরাজগঞ্জ সদর উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ জাহিদুল ইসলাম জানান, চলতি মাসের ১ম থেকে রোববার পর্যন্ত জেলায় ১৩৩ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এছাড়া মহামারি করোনা ভাইরাস প্রতিরোধে জেলা প্রশাসন সব ধরণের ব্যবস্থা নিয়েছেন বলে তিনি উল্লেখ করেন।

শেয়ার